চার কোটি অগ্রিম নিয়েও মুক্তি পায়নি ছবি! অমিতাভ বচ্চনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি প্রযোজকের
নিজস্ব সংবাদদাতা
৩১ জানুয়ারি ২০২৬ ১৯ : ৫৬
শেয়ার করুন
1
5
বিখ্যাত বলিউড প্রযোজক শৈলেন্দ্র সিং সম্প্রতি অমিতাভ বচ্চন এবং পরিচালক সুজিত সরকারকে নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন, যা বিনোদন জগতে বেশ শোরগোল ফেলে দিয়েছে। শৈলেন্দ্রর দাবি, তিনি 'বিগ বি'-কে একটি ছবির জন্য চার কোটি টাকা অগ্রিম দিয়েছিলেন, কিন্তু সেই ছবি নাকি আজও মুক্তি পায়নি।
2
5
এক সাক্ষাৎকারে শৈলেন্দ্র সিং জানান, সুজিত সরকারের প্রথম বলিউড ছবি ‘ইয়াহান’-এর সাফল্যের পর তিনি সুজিতের সঙ্গে পরবর্তী প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু করেন। সেই সময় ছবির নাম ঠিক হয়েছিল ‘জনি ওয়াকার’।
3
5
চিত্রনাট্য পছন্দ হওয়ার পর শৈলেন্দ্র সিং ব্যক্তিগতভাবে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’-তে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং তাঁকে এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য রাজি করান। অভিনেতা হিসেবে চুক্তিবদ্ধ করার সময় বচ্চনকে চার কোটি টাকা অগ্রিম পারিশ্রমিকও দেওয়া হয়েছিল।
4
5
গল্পের মোড় ঘোরে যখন অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থা ‘এবি কর্প’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করার প্রস্তাব দেয়। শৈলেন্দ্রর কথায়, তিনি শুধুমাত্র অভিনেতা হিসেবে বচ্চনকে চেয়েছিলেন, সহ-প্রযোজক হিসেবে নয়। এই মতপার্থক্যের জেরেই সুজিত সরকার এবং অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। পরবর্তীতে জানা যায়, একই ছবির গল্প সামান্য পরিবর্তন করে ‘শুবাইট’ নামে তৈরি করা হচ্ছে, যার প্রযোজক ছিলেন রনি স্ক্রুওয়ালা।
5
5
শৈলেন্দ্র সিংয়ের অভিযোগ, তাঁর পরিকল্পনাটি কার্যত চুরি করে অন্য প্রযোজকের ব্যানার থেকে ছবিটি বানানোর চেষ্টা করা হয়েছিল। এরপরই তিনি এবং একটি আন্তর্জাতিক স্টুডিও আইনি লড়াই শুরু করেন। মামলার জটেই মূলত ‘শুবাইট’ ছবিটি আজ পর্যন্ত মুক্তি পায়নি। আক্ষেপের সুরে প্রযোজক জানান, এরপর থেকে সুজিত সরকার পাকাপাকিভাবে অমিতাভ বচ্চনের ঘনিষ্ঠ হয়ে যান এবং ‘পিকু’ বা ‘গুলাবো সিতাবো’-র মতো সিনেমা উপহার দেন।