ক্যাটরিনার রাগ ভাঙাতে রেস্তোরাঁয় সবার সামনে কী করেছিলেন সলমন? ফাঁস 'ভাইজান'-এর গোপন কাণ্ড
নিজস্ব সংবাদদাতা
৩১ জানুয়ারি ২০২৬ ১৯ : ১৪
শেয়ার করুন
1
6
বলিউডের গ্ল্যামার দুনিয়ায় প্রেম, বিচ্ছেদ আর মান-অভিমান নতুন কিছু নয়। তবে কিছু কিছু গল্প সময়ের গণ্ডি পেরিয়েও অনুরাগীদের মনে অমলিন হয়ে থাকে। সলমন খান ও ক্যাটরিনা কইফের একটা মজার ঘটনা ফের নেটপাড়ার চর্চায় উঠে এসেছে।
2
6
একসময় তাঁদের সম্পর্ক ছিল বলিপাড়ার ‘টক অফ দ্য টাউন’। যদিও বর্তমানে ক্যাটরিনা অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ঘর বেঁধেছেন, কিন্তু 'ভাইজান'-এর সঙ্গে তাঁর সেই পুরনো রসায়নের গল্প আজও অনুরাগীদের নস্টালজিক করে তোলে।
3
6
ঘটনাটি বেশ কয়েক বছর আগের। জানা যায়, কোনো একটি বিষয় নিয়ে সলমন ও ক্যাটরিনার মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল। অভিমানী ক্যাটরিনা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন সলমনের সঙ্গে।কিন্তু সলমন কি আর দমে যাওয়ার পাত্র? নিজের প্রিয়তমার মান ভাঙাতে তিনি এমন এক কাণ্ড করেছিলেন যা দেখে উপস্থিত সবাই থ হয়ে গিয়েছিলেন।
4
6
জানা যায় একটি রেস্তোরাঁয় যখন ক্যাটরিনা তাঁর ওপর প্রচণ্ড চটেছিলেন, তখন সলমন কোনও ক্ষমা চাওয়া নয়, বরং বেছে নিয়েছিলেন মজার এক পথ। তিনি আচমকাই একটি টকটকে লাল গোলাপ নিজের দাঁতে কামড়ে ধরেন এবং ক্যাটরিনার সামনে গিয়ে নাচতে শুরু করেন। সলমনের এই অদ্ভুত এবং রোমান্টিক অঙ্গভঙ্গি দেখে ক্যাটরিনা নিজের হাসি চেপে রাখতে পারেননি। মুহূর্তের মধ্যে সব রাগ জল হয়ে গিয়ে একগাল হাসি ফুটে ওঠে অভিনেত্রীর মুখে।
5
6
বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, সলমন খান মানুষ হিসেবে যেমন রাগী, ঠিক তেমনই তাঁর মনের কোণে রয়েছে এক শিশুসুলভ সরলতা। বিশেষ করে ক্যাটরিনার ক্ষেত্রে তিনি সবসময়ই একটু বেশি যত্নশীল ছিলেন। ক্যাটরিনার কেরিয়ারের শুরুর দিকে সলমনের অবদান অনস্বীকার্য।
6
6
বর্তমানে তাঁরা দু'জনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। সলমন তাঁর পরবর্তী ছবিগুলির কাজে ব্যস্ত। অন্যদিকে ক্যাটরিনা তাঁর বিবাহিত জীবন, সন্তান ও কেরিয়ার সমানতালে সামলাচ্ছেন।