শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার জুটি বলিউডের অন্যতম চর্চিত ও সফল জুটিগুলোর মধ্যে একটি। যদিও 'ডন' এবং 'ডন ২'-এর মতো সফল ফ্র্যাঞ্চাইজির পরেও এই জুটিকে বড়পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি, তবুও একসময় তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে। 'ডন ২'-এর প্রচারণার একটি পুরনো ভিডিও ক্লিপ ফের সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা ভক্তদের মধ্যে নস্টালজিয়া তৈরি করেছে। এই ভিডিওতেই দেখা যায়, প্রিয়াঙ্কা চোপড়া মজার ছলেই শাহরুখ খানকে সপাটে চড় মারেন!
2
7
ঘটনাটি ঘটেছিল 'ডন ২' মুক্তির সময় এক প্রচারমূলক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক ফারহান আখতার এবং প্রযোজক রিতেশ সিধওয়ানিও। কথোপকথনের এক পর্যায়ে, ফারহান আখতার 'ডন' ও 'ডন ২'-এ প্রিয়াঙ্কার অ্যাকশন দৃশ্য নিয়ে আলোচনা করছিলেন।
3
7
প্রিয়াঙ্কাকে তাঁর অ্যাকশন সিকোয়েন্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আসলে আমি ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছি, কিন্তু সত্যি বলতে আমার খুব বেশি অ্যাকশন দৃশ্য নেই।" এই কথা শুনে ফারহান আখতার সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বলেন, "আরে! প্রথম ছবির চেয়ে এই ছবিতে তোমার অ্যাকশন আরও বেশি।"
4
7
তখনই শাহরুখ খান রসিকতা করে বলেন, "প্রথম ছবিতে তো ট্রেনে তোমার একটা মাত্র ফাইট ছিল।" প্রিয়াঙ্কা তখন জানান যে অ্যাকশন দৃশ্যগুলো নির্ভুলভাবে ফুটিয়ে তুলতে তিনি খুব চেষ্টা করতেন। বিশেষ করে কাউকে আঘাত করার দৃশ্যে, যেখানে আসলে আঘাত করা হচ্ছে না, সেই ভাবটা ফুটিয়ে তোলা কঠিন ছিল।
5
7
এই সময়েই শাহরুখ খান মজা করে বলেন, "তবে যাকে মারছিল, তার জন্য ব্যাপারটা কঠিন ছিল। কারণ সে তখন হাসতে শুরু করত।" এরপর প্রিয়াঙ্কা হাসতে হাসতে বলেন যে, তিনি যেহেতু মানুষকে মারতে অভ্যস্ত নন, তাই এটা ফুটিয়ে তোলা সত্যিই কঠিন ছিল। তাঁর কথা শুনে শাহরুখ খান তখন প্রিয়াঙ্কাকে বলেন, ঠিক কীভাবে তিনি সেই দৃশ্যটি করেছিলেন, তা যেন একবার সবাইকে করে দেখান।
6
7
শাহরুখের এই কথা শেষ হতে না হতেই প্রিয়াঙ্কা চোপড়া কোনও রকম দ্বিধা না করে মুহূর্তের মধ্যে শাহরুখ খানের গালে সপাটে চড় মেরে বসেন! অপ্রত্যাশিতভাবে আঘাতটি বেশ জোরেই লেগেছিল, এমনকী চড়ের আওয়াজও উপস্থিত সকলেই শুনতে পেয়েছিলেন। এই ঘটনায় প্রথমে সবাই কিছুটা হতভম্ব হলেও, শাহরুখ খান পরিস্থিতি সামলে নেন। এই পুরো দৃশ্যটিই ছিল তাদের অফস্ক্রিন রসায়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি ঝলক। তাঁদের মধ্যে যে সহজ, সাবলীল এবং শক্তিশালী একটি কেমিস্ট্রি ছিল, এই ভিডিওতে তা স্পষ্ট হয়ে ওঠে।
7
7
'ডন' (২০০৬) এবং 'ডন ২' (২০১১) ছবিতে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার অন-স্ক্রিন জুটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। বিশেষ করে, 'ডন ২'-এর মুক্তির সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা এবং কথিত সম্পর্ক নিয়ে বলিউডে তীব্র গুঞ্জন শুরু হয়। যদিও তাঁরা দু'জনেই কখনওই সেই গুঞ্জন নিশ্চিত করেননি, কিন্তু তাঁদের তৎকালীন বিভিন্ন প্রকাশ্য উপস্থিতি এবং কেমিস্ট্রি নিয়ে অনুরাগীদের জল্পনা আজও চলে।