জনপ্রিয় মেসেজিং অ্যাপ হিসেবে সকলের ফোনে থাকে হোয়াটসঅ্যাপ। এবার তারা নতুন কিছু ফিচার যোগ করতে চলেছে।
2
9
হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ, নতুন কিছু কল ফিচার উন্মোচন করেছে। এখন ব্যবহারকারীরা সরাসরি চ্যাট থ্রেড থেকেই গ্রুপ কল নির্ধারিত সময়ে সেট করতে পারবেন।
3
9
একটি নতুন "কল লিংক" ফিচার যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা চলমান কলেও যোগ দিতে পারবেন। গ্রুপ কলে যোগ দেওয়ার আগে, ব্যবহারকারীরা এখন দেখতে পারবেন কারা ইতিমধ্যেই কলে রয়েছেন।
4
9
মেটার পক্ষ থেকে বলা হয়েছে যেভাবে এই অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে সেখান থেকে এর থেকে আরও কিছু আশা করেন সকলে। এবার থেকে তাদের সেই আশাকে পূরণ করা হবে।
5
9
এবার থেকে যদি ব্লগ পোস্ট করতে হয় তাহলে সেটিও অতি সহজে এখান থেকে করা যাবে। এরফলে ব্যবহারকারীরা অনেক বেশি সুবিধা পাবেন।
6
9
গ্রুপ কলের ক্ষেত্রেও যে ফিচারটি যোগ করা হয়েছে সেখান থেকেও সকলে বাড়তি সুবিধা পাবেন। এরফলে কর্মস্থল থেকে শুরু করে অফিসে সর্বত্রই বাড়তি সুবিধা মিলবে।
7
9
এমনকি কোনও গ্রুপ কলে যোগ দেওয়ার আগে আপনি দেখে নিতে পারবেন সেখানে কারা রয়েছে। কারা এই কলে রয়েছে সেটিও সহজে দেখা যাবে।
8
9
প্রতিটি কলের ক্ষেত্রেই সর্বোচ্চ নিরাপত্তা বজায় থাকবে। ফলে সেখান থেকে কল নিয়ে কোনও বাড়তি চিন্তা থাকবে না। সেখানে ব্যবহারকারীরা অনেক বেশি সুরক্ষিত বোধ করবেন।
9
9
এই সমস্ত আপডেটগুলি গোটা বিশ্বের সমস্ত ফোনেও থাকবে। সেখানে অ্যানড্রয়েড থেকে শুরু করে ডেস্কটপেও এই নতুন ফিচার থাকবে।