ক সপ্তাহের বেশি সময় ধরে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন পোপ ফ্রান্সিস। ৮৮ বছর বয়সী পোপ বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্ট অনুভব করার পর হাসপাতালে ভর্তি হন।
2
8
শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আসার পর, আলোচনা চলছে, পোপের মৃত্যুর পর কী করে ভ্যাটিকান। পরবর্তী পর্যায়ের জন্য বেশকিছু নিয়ম-কানুন রয়েছে।
3
8
যেমন, স্বাক্ষরের আংটিটি বিকৃত বা ধ্বংস করা দেওয়া হবে। তাঁর আংটি পোপের নথির সীলমোহর হিসেবে কাজ করে। আংটি বিকৃত বা ধ্বংস করে দেওয়ার অর্থ তাঁর রাজত্বের সমাপ্তি। পোপের বাসস্থানগুলি সিল করে দেওয়া হবে।
4
8
পোপের মৃতদেহ সাধারণত মৃত্যুর চার থেকে ছয় দিনের মধ্যে সমাহিত করা হয়। শেষকৃত্যের প্রায় তিন সপ্তাহ পর নতুন পোপ নির্বাচন করা হবে একটি অত্যন্ত গোপনীয় প্রক্রিয়ার মাধ্যমে। গত ৭০০ বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে।
5
8
কিন্তু এসব নিয়ম পরপর পালিত হবে পোপের মৃত্যুতে। কিন্তু যদি এমন হয়, পোপ জীবিত রয়েছেন, কিন্তু শারীরিক পরিস্থিতি বা অন্য কোনও কারণে তিনি কাজ চালিয়ে যেতে পারছেন না। তখন কী করে ভ্যাটিকান?
6
8
যদি একজন পোপ বেঁচে থাকেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তাঁর কাজ চালিয়ে যেতে না পারেন, সেক্ষেত্রে তাঁকে সরিয়ে নতুন পোপ নির্বাচনে কোনও নিয়ম নেই।
7
8
সেক্ষেত্রে সিনিয়র কার্ডিনাল চার্চ কাজ চালিয়ে যান। কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি, যেগুলির জন্য পোপের অনুমোদনের প্রয়োজন হয়, তা কিছুক্ষেত্রে বিলম্বিত হতে পারে। এসব ক্ষেত্রে একমাত্র সমাধান হল পোপের স্বেচ্ছায় পদত্যাগ। যেমন পোপ ষোড়শ বেনেডিক্ট ২০১৩ সালে স্বাস্থ্যের অবনতির কারণে করেছিলেন।
8
8
তাঁর পদত্যাগ ছিল ঐতিহাসিক। 600 বছরের ইতিহাসে তা ছিল নজিরবিহীন এবং সেবার পোপ কনক্লেভ স্বাভাবিকের চেয়ে ১৫ দিন আগে শুরু হয়। পাঁচ দফা ভোটের পর পোপ ফ্রান্সিস তার উত্তরসূরি নির্বাচিত হন। সেটাই প্রথমবার, যখন একজন প্রাক্তন এবং একজন বর্তমান পোপ ভ্যাটিকানে একসঙ্গে বসবাস করেছিলেন।