বছরের প্রথম দিন থেকেই তীব্র শৈত্যপ্রবাহ। সঙ্গে ঘন কুয়াশার দাপট। যার জেরে দৃশ্যমানতাও প্রায় তলানিতে। শৈত্যপ্রবাহের জেরে রীতিমতো জবুথবু দশা যোগীরাজ্যে। দুর্ঘটনাও ঘটছে প্রায়ই।
2
7
এই পরিস্থিতিতে আগামী সপ্তাহের সপ্তাহের শুরু পর্যন্ত স্কুল বন্ধের ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। আগামী সোমবার, ৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
3
7
শুক্রবার মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ঘোষণা করেন, ৫ জানুয়ারি পর্যন্ত সরকারি, বেসরকারি সমস্ত স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত ক্লাস বাতিল করা হয়েছে।
4
7
প্রথমে পয়লা জানুয়ারি পর্যন্ত নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছিল। পরে ঘোষণা করা হয়েছে, হাড়কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশার জেরে আগামী সোমবার পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে।
5
7
সূত্রের খবর, উত্তরপ্রদেশের বেশিরভাগ জেলাতেই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি, বেসরকারি স্কুলগুলি আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ১৫ জানুয়ারি এই স্কুলগুলি খুলবে।
6
7
বিশেষত কানপুর, নয়ডা, লখনউ, মথুরা, প্রয়াগরাজে স্কুলগুলি বন্ধ থাকবে। কারণ এই এলাকাগুলিতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি রয়েছে।
7
7
দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য ক্লাস পুরোপুরি বন্ধ রাখা হয়নি। তবে ক্লাসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এই স্কুলগুলিতে সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ক্লাস চলবে।