ডাকঘর সেভিংস অ্যাকাউন্ট বর্তমানে আমানতকারীদের জন্য ৪ শতাংশ সুদ দিচ্ছে। এটি দেশের একাধিক প্রথম সারির ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারের তুলনায় বেশি।
2
10
উদাহরণ হিসেবে বলা যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও এইচডিএফসি ব্যাঙ্কের মতো বড় ব্যাঙ্কগুলো বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে মাত্র ২.৫ শতাংশ সুদ দিচ্ছে। এই পরিস্থিতিতে ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট সাধারণ আমানতকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
3
10
অর্থ মন্ত্রক২০২৫-২৬ অর্থবর্ষের জানুয়ারি–মার্চ ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টসহ বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করেছে। এই ঘোষণায় জানানো হয়েছে যে, আসন্ন জানুয়ারি–মার্চ ত্রৈমাসিকে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে আমানতকারীরা আগের মতোই তাঁদের ডাকঘর সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ সুদ পেতে থাকবেন।
4
10
এর আগে ২০২৫-২৬ অর্থবর্ষের অক্টোবর–ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য সুদের হার ঘোষণা করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৫। সেই সময়েও অর্থ মন্ত্রক এই জনপ্রিয় সেভিংস স্কিমের সুদের হার অপরিবর্তিত রেখে ৪ শতাংশেই স্থির রাখার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, টানা আরও একটি ত্রৈমাসিক ধরে সুদের হার একই থাকছে।
5
10
ডাকঘর সেভিংস অ্যাকাউন্ট মূলত একটি সাধারণ সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট, ঠিক যেমনটি ব্যাঙ্কে খোলা হয়। এই অ্যাকাউন্ট দেশের যে কোনও ডাকঘরে খোলা যায়।
6
10
বর্তমানে যখন অনেক ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট কমানোর প্রভাব দেখিয়ে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কমিয়েছে, তখন ডাকঘর তার সুদের হার অপরিবর্তিত রেখেছে।
7
10
২০২৫ সালে আরবিআই মোট ১.২৫ শতাংশ রেপো রেট কমিয়েছে। এর ফলে ব্যাঙ্কগুলোর তহবিল সংগ্রহের খরচ কমলেও, অনেক ব্যাঙ্ক তার প্রভাব আমানতকারীদের ওপর চাপিয়ে সেভিংস অ্যাকাউন্টের সুদ কমিয়ে দিয়েছে। তবে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সেই প্রভাব পড়েনি।
8
10
কারা এই অ্যাকাউন্ট খুলতে পারেন? নিয়ম অনুযায়ী, এক জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এককভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া দু’জন প্রাপ্তবয়স্ক যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। অভিভাবক একজন নাবালকের পক্ষে অথবা মানসিকভাবে অসুস্থ ব্যক্তির পক্ষে অ্যাকাউন্ট খুলতে পারেন।
9
10
১০ বছরের বেশি বয়সি নাবালক নিজের নামেও এই অ্যাকাউন্ট খুলতে পারে। তবে একজন ব্যক্তি নিজের নামে মাত্র একটি ডাকঘর সেভিংস অ্যাকাউন্টই রাখতে পারবেন।
10
10
ডাকঘর সেভিংস অ্যাকাউন্ট বিশেষভাবে দেশের দুর্বল ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এর মধ্যে রয়েছেন প্রবীণ নাগরিক, গ্রামীণ এলাকার বাসিন্দা এবং ছোট শহরের মানুষ। সহজ অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া, সরকারি গ্যারান্টি এবং তুলনামূলকভাবে বেশি সুদের হার। সব মিলিয়ে এটি সাধারণ মানুষের সঞ্চয়ের একটি ভরসাযোগ্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।