রণবীরের সঙ্গে দূরত্ব তৈরি দীপিকার! সাফল্যের শিখরে পৌঁছতেই ব্যক্তিগত জীবনে টালমাটাল 'ধুরন্ধর'?
নিজস্ব সংবাদদাতা
৪ জানুয়ারি ২০২৬ ১৫ : ০০
শেয়ার করুন
1
6
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। পর্দায় তাঁদের রসায়ন যেমন দর্শককে মুগ্ধ করে, বাস্তবেও তাঁদের প্রেম আর বন্ধুত্বের নজির টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা যা জানালেন, তাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে অনুরাগী মহলে। রণবীরের সঙ্গে পেশাদার জীবনে বড়সড় এক ‘দূরত্ব’ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
2
6
দীপিকা স্পষ্ট জানিয়েছেন, এক সময় পর্দায় রণবীরের সঙ্গে কাজ না করার এবং একে অপরের থেকে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কেন এমন চরম সিদ্ধান্ত? তবে কি তাঁদের সম্পর্কে কোনও চিড় ধরেছিল?
3
6
আসলে বিষয়টি ব্যক্তিগত নয়, বরং সম্পূর্ণ পেশাদার। দীপিকার মতে, ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ বা ‘পদ্মাবত’-এর মতো ব্লকবাস্টার ছবিতে দর্শক তাঁদের একসঙ্গে দেখে অভ্যস্ত ছিলেন। কিন্তু সেটাই পরবর্তীকালে তাঁদের মনে প্রভাব ফেলত।
4
6
অভিনেত্রীর কথায়, "কাজের ক্ষেত্রে ও সবসময়ই খুব উৎসাহ দিয়ে এসেছে। তবে শুরুর দিকটা আমাদের জন্য একটু অদ্ভুত ছিল। কারণ, যখন আমাদের আলাপ হয়, তখন আমরা একে অপরের সহ-অভিনেতা হিসেবে একসঙ্গে সিনেমা করছিলাম। ‘পদ্মাবত’-এর পর ওর প্রথম ছবি ছিল ‘গলি বয়’। তখন আমার কাছে ব্যাপারটা একদম নতুন মনে হয়েছিল—ভাবছিলাম, ‘আচ্ছা, ও সিনেমা করছে অথচ আমি তাতে নেই!’ আবার আমারও এমন সিনেমা মুক্তি পেল যেখানে ও নেই।
আসলে আমাদের পরিচয়ের শুরুটাই ছিল সহ-কর্মী হিসেবে, তাই এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমাদের কিছুটা সময় লেগেছে।"
5
6
দীপিকা বলেন, "একই ছবিতে অভিনয় না করেও একে অপরের কাজকে একজন অভিনেতা হিসেবে বোঝা এবং সেই পেশাদার জায়গা থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে আমাদের বেশ খানিকটা সময় লেগেছিল। তাই পরে সিদ্ধান্ত নিই পেশাগত দূরত্ব বজায় রাখব।"
6
6
দীপিকার এই মন্তব্যে স্পষ্ট যে, পর্দার বাইরে তাঁদের প্রেম অটুট থাকলেও, অভিনয়ের খাতিরে একে অপরকে স্পেস দিতে চাইছেন তাঁরা। প্রসঙ্গত, দীপিকা বর্তমানে তাঁর আসন্ন বড় প্রজেক্টগুলো নিয়ে ব্যস্ত, যেখানে তাঁকে একেবারেই নতুন অবতারে দেখা যাবে। অন্যদিকে রণবীরও নিজের পরবর্তী কাজের প্রস্তুতি নিচ্ছেন।