বছরের প্রথম সপ্তাহান্তে জাঁকিয়ে ঠান্ডা দেশজুড়ে। মূলত পরিষ্কার আকাশ সব রাজ্যেই। আজ, রবিবার কোনও রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস নেই। রোদ ঝলমলে আকাশ থাকবে দেশজুড়ে।
2
6
তবে ভারতের মৌসম ভবন জানিয়েছে, আজ উত্তর ও মধ্য ভারতের রাজ্যগুলিতে তীব্র শৈত্যপ্রবাহ জারি থাকবে। সঙ্গে ঘন কুয়াশার দাপট। বিশেষত উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, বিহার ও রাজস্থানে।
3
6
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামিকাল, সোমবার শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়বে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে তাপমাত্রার পারদ ফের কয়েক ডিগ্রি সেলসিয়াস নামবে।
4
6
আগামী সপ্তাহের শুরুতেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। ফলে হাড়কাঁপানো ঠান্ডার ইনিংস জারি থাকবে আগামী সপ্তাহে।
5
6
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির কয়েকটি এলাকায় আগামী সপ্তাহে মেঘলা আকাশ থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
6
6
আগামী এক সপ্তাহে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না দেশজুড়ে। কনকনে ঠান্ডাই উপভোগ করা যাবে সব জেলায়। হাড়কাঁপানো ঠান্ডা থেকে আপাতত রেহাই পাওয়া যাবে না।