বছরের শুরুতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে রাজ্যজুড়ে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বাংলাদেশ ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বর্তমানে সেটি পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
2
6
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা বর্তমানে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি বর্তমানে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
3
6
তবে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হলেও রাজ্যে তার কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে, আগামী কয়েকদিনে আরও শীত পড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত আবহাওয়ার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে।
4
6
রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং উত্তরবঙ্গের মালদা, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে। রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।
5
6
রবিবার দক্ষিণবঙ্গের এক-দুটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাজ্যের অন্যান্য অংশে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের এক-দুটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
6
6
রবিবার রাজ্যের পার্বত্য এলাকাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দার্জিলিংয়ে, ২.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।