এমনিতেই ঘরদোর সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়। মনে করা হয় অপরিষ্কার ঘরে লক্ষ্মী থাকেন না। কিন্তু সেটা বাদ দিয়েও রোজকার জীবনে অনেক সময়ই এমন কিছু ভুল করে ফেলা হয় যার সরাসরি কুপ্রভাব পড়ে জীবনে।
2
7
বাড়ির একটি নির্দিষ্ট কোণে শনির প্রভাব সোজাসুজি পড়ে। এই কোণে ভুলেও এই কাজগুলো করা উচিত নয়। এতে রুষ্ট হন বড়দেবতা। তাঁর প্রকোপ থেকে বাঁচতে চাইলে, বাড়ির কোন দিকে কী কাজ করবেন না জেনে নিন।
3
7
বাস্তু শাস্ত্র মেনে ঘর সাজানো উচিত। তাতে ঘরে যেমন সুখ স্বাচ্ছন্দ্য থাকে, তেমনই দূরে থাকে নেতিবাচক শক্তি। ঘরের এক একটি দিকে, এক একটি দেবতার প্রভাব রয়েছে। তেমন ভাবেই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে শনির প্রভাব অনুভূত হয়।
4
7
দক্ষিণ পশ্চিম দিককে অত্যন্ত শক্তিশালী দিক বলে মনে করা হয়। এই দিকই মানবজীবনে সাফল্য এবং স্থিতিশীলতা নিয়ে আসে। আবার ভুল জিনিস বাড়ির এই কোণে স্থাপন করলে রুষ্ট হন শনিদেব।
5
7
বাস্তু শাস্ত্র মতে, দক্ষিণ পশ্চিম দিকে আবর্জনা রাখা উচিত নয়। ভাঙা বা অকেজো বাসন বা জিনিস এদিকে রাখা উচিত নয়।
6
7
অ্যাকোয়ারিয়াম বা জল সম্পর্কিত কোনও জিনিস বাড়ির এই কোণে রাখবেন না। এতে স্থিতিশীলতা নষ্ট হয়।
7
7
নীল বা কালো রঙ ব্যবহার করবেন না এই কোণে। হালকা কোনও রং ব্যবহার করাই শ্রেয়। আয়নাও রাখা উচিত নয় এই কোণে। এতে পরিবারের সদস্যদের মধ্যে সমস্যা বৃদ্ধি পায়।