ভারতের অন্যতম ভ্রমণের জায়গা হিসাবে রয়েছে অসমের কাজিরাঙা জঙ্গল। যারা প্রকৃতিকে ভালবাসেন, পছন্দ করেন তারা অতি সহজেই এখানে এসে কয়েকদিন কাটিয়ে যেতে পারেন।
2
10
কাজিরাঙাতেই রয়েছে একশৃঙ্গ গন্ডারের বিরাট ক্ষেত্র। গোটা বিশ্বে এর থেকে বেশি এই প্রজাতির গন্ডার দেখতে পাওয়া যায় না। সমীক্ষা থেকে দেখা গিয়েছে বিশ্বের ৭০ শতাংশ একশৃঙ্গ গন্ডা এখানেই থাকে।
3
10
ইউনেসকো কাজিরাঙা জঙ্গলরে একটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে। এখানকার প্রকৃতি যেভাবে সকলকে আপন করে নিয়েছে সেজন্যেই এই তকমা পেয়েছে এই জঙ্গলটি। এটি করা হয়েছে ১৯৮৫ সালে।
4
10
এখানে যাতে কেউ এসে গন্ডার শিকার না করতে পারে সেজন্য বিশেষ নজরদারি রাখা হয়। গন্ডাররা যাতে নিরাপদে এখানে তাদের বংশবৃদ্ধি করতে পারে সেটিও জোর দেওয়া হয়।
5
10
এখানকার ঘন জঙ্গল, বিরাট তৃণভূমি শুধু গন্ডারকেই নয়, অন্য আরও প্রাণীদেরও বিরাট বিচরণক্ষেত্র হয়ে উঠেছে। ফলে এখানে নিশ্চিত হয়ে প্রাণীরা বাস করতে পারে।
6
10
এখানকার ঘন জঙ্গল, বিরাট তৃণভূমি শুধু গন্ডারকেই নয়, অন্য আরও প্রাণীদেরও বিরাট বিচরণক্ষেত্র হয়ে উঠেছে। ফলে এখানে নিশ্চিত হয়ে প্রাণীরা বাস করতে পারে।
7
10
কাজিরাঙাকে পাখিদের একটি বিরাট ক্ষেত্র হিসাবে মনে করা হয়। এখানকারি বিরল প্রজাতির পাখিরা নিশ্চিতমনে নিজেদের বংশবিস্তার করে পরিবেশকে সুস্থ রাখে।
8
10
যারা সাফারি অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাদের কাছে জিপ গাড়ি করে ঘুরে বেড়ানোর ব্যবস্থাও রয়েছে। এখানে সকল প্রাণীদের কাছ থেকে দেখার সুযোগ থাকছে।
9
10
বর্ষায় এখানে প্রচুর বন্যা হয়ে যায়। এটিকে একদিক থেকে খারাপ বলে মনে হলেও এটিও এখানকার প্রকৃতির অন্যতম একটি বৈশিষ্ট্য হিসাবে বিবেচিত হয়।
10
10
তাই হঠাৎ করে যদি একটু ঘুরে আসার পরিকল্পনা করা হয় তাহলে অসমের কাজিরাঙা হতে পারে আপনার সেরা ডেস্টিনেশন। পুরুষ এবং প্রকৃতির এমন মিলন দেখে দিন ভাল যাবে সকলের।