সিনিয়র সিটিজেনদের জন্য নিরাপদ বিনিয়োগ: সর্বোচ্চ ৮.৪% সুদে ফিক্সড ডিপোজিট
সুমিত চক্রবর্তী
রবিবার, 28 সেপ্টেম্বর 2025
1
10
অবসরের পর যাদের আয়ের উৎস সীমিত, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপদে সঞ্চয় বৃদ্ধি এবং নিয়মিত আয়। এই কারণে ফিক্সড ডিপোজিট বা এফডি এখনও প্রবীণ নাগরিকদের কাছে অন্যতম ভরসার জায়গা। সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংক বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৮.৪% পর্যন্ত সুদের হার দিচ্ছে। ৫ বছরের লক-ইন পিরিয়ডে, ৩ কোটি টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে এই সুযোগ পাওয়া যাচ্ছে। নিশ্চিত রিটার্ন ও কম ঝুঁকির কারণে এসব স্কিম অবসরপ্রাপ্তদের কাছে বিশেষ আকর্ষণীয়।
2
10
সুর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক: প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৮.৪% সুদ, ৫ বছরের মেয়াদে।
3
10
জানা স্মল ফাইন্যান্স ব্যাংক: ৫ বছরের এফডিতে সর্বোচ্চ ৮% সুদ।
4
10
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক: তুলনামূলক কম মেয়াদে (৩ বছর) সর্বোচ্চ ৭.৭৫% সুদ।
5
10
বড় ব্যাংকের তুলনায় ছোট ফাইন্যান্স ব্যাংকগুলো বেশি সুদ দিচ্ছে। তবে এগুলোর ব্যবসায়িক ঝুঁকি কিছুটা আলাদা। সৌভাগ্যবশত, সব ব্যাংকেই ডিআইসিজিসি বিমা স্কিমের আওতায় জমা অর্থ সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত থাকে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, একেকটি ব্যাংকে ৫ লক্ষ টাকার বেশি জমা না রাখাই বুদ্ধিমানের কাজ।
6
10
যদি কোনও প্রবীণ নাগরিক এক বছরে এফডি থেকে ১ লক্ষ টাকার বেশি সুদ আয় করেন, তবে ব্যাংককে বাধ্যতামূলকভাবে টিডিএস কাটতে হয়। তবে এটি কোনও আলাদা কর নয়; এটি আয়কর রিটার্ন জমার সময় সমন্বয় করা যায়। কারও মোট করযোগ্য আয় কম হলে তিনি ফেরতও পেতে পারেন। যাদের আয় করযোগ্য সীমার নিচে, তারা ব্যাংকে ফর্ম ১৫এইচ জমা দিয়ে অপ্রয়োজনীয় টিডিএস এড়াতে পারেন।
7
10
নতুন করব্যবস্থা: ধারা ৮৭এ অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় কার্যত করমুক্ত। পুরোনো করব্যবস্থা: ছাড়ের পর ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। তবে মনে রাখতে হবে, এই সীমার নিচে আয় হলেও ফর্ম ১৫এইচ না দিলে ব্যাংক টিডিএস কেটে নেবে।
8
10
নিশ্চিত রিটার্ন – সুদের হার নির্দিষ্ট থাকায় বাজারের ওঠানামায় প্রভাব পড়ে না। নিয়মিত আয় – মাসিক বা ত্রৈমাসিক পেমেন্টের অপশন থাকায় সংসার খরচ সহজে সামলানো যায়। কম ঝুঁকি – শেয়ার বা মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক বেশি নিরাপদ।
9
10
একাধিক ব্যাংকে বিভাজিত বিনিয়োগ করুন। ৫ লক্ষ টাকার বেশি জমা রাখলে ঝুঁকি বাড়বে, তাই বীমার সীমার মধ্যে থাকুন। কর ব্যবস্থাপনা বুঝে বিনিয়োগ করুন এবং প্রয়োজনে ফর্ম ১৫এইচ ব্যবহার করুন।
10
10
সব মিলিয়ে, যারা ঝুঁকি না নিয়ে স্থিতিশীল আয় চান, বিশেষ করে অবসরপ্রাপ্ত প্রবীণরা, তাদের জন্য ফিক্সড ডিপোজিট এখনো সবচেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য বিনিয়োগপথ।