দীর্ঘ ২৫ বছর ধরে এই কাজ করতে পারেননি সলমন! এত বছর কীসের থেকে দূরে রয়েছেন অবিবাহিত 'ভাইজান'?
নিজস্ব সংবাদদাতা
১২ ডিসেম্বর ২০২৫ ১৫ : ২৫
শেয়ার করুন
1
6
কোটি কোটি ভক্তের কাছে তিনি 'ভাইজান'। বিলাসবহুল জীবনযাপন তাঁর। কিন্তু বলিউড সুপারস্টার সলমন খানের জীবনেও আছে এক অদ্ভুত শূন্যতা। বিলাসিতা নয়, কঠোর নিয়মানুবর্তিতায় বাঁধা তাঁর জীবন। সম্প্রতি ‘রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ এসে 'ভাইজান' নিজেই তাঁর দীর্ঘ ২৫ বছরের এক গোপন রুটিনের কথা ফাঁস করলেন, যা শুনে বিস্মিত গোটা বলিউড। খ্যাতির চূড়ায় থাকা এই তারকার জীবনযাত্রা আসলে কতটা নিঃসঙ্গ আর একঘেয়ে, সেই ছবিই যেন উঠে এল তাঁর অকপট স্বীকারোক্তিতে।
2
6
পঁচিশ বছর! এই দীর্ঘ সময়কালের মধ্যে রাতের বেলা কখনও বাইরে ডিনারে যাওয়ার সুযোগ পাননি সলমন খান। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এটাই কঠিন বাস্তব। উৎসবের মঞ্চে নিজের জীবন নিয়ে কথা বলতে গিয়ে সলমন বলেন, "২৫-২৬ বছর হয়ে গেল, বাইরে কোথাও ডিনারে যাইনি। আমার জীবনটা শুধু শুটিং থেকে বাড়ি, বাড়ি থেকে শুটিং, নয়তো বাড়ি থেকে বিমানবন্দর, আর বিমানবন্দর থেকে হোটেল। ব্যস, এইটুকুই আমার জীবন।"
3
6
সাধারণ মানুষের কাছে বাইরে ডিনার মানে বন্ধুবান্ধব বা প্রিয়জনদের সঙ্গে কিছুটা আরামের সময় কাটানো, কিন্তু সলমনের অভিধানে যেন সেই সুযোগটুকুও নেই। তিনি জানান, তারকাখ্যাতির এই কঠোর রুটিন তাঁকে মেনে নিতে হয়েছে, এবং এর জন্য তিনি কোনও আক্ষেপও রাখেন না।
4
6
তবে এই নিয়মের মাঝেও তাঁর জীবনে থেকে গিয়েছে সম্পর্কের এক গভীর ছাপ। সলমন জানান, "অনেকেই চলে গিয়েছেন। আর এখন হাতে গোনা ৪-৫ জনই শুধু আমার সঙ্গে রয়ে গিয়েছেন। যাঁরা অনেক আগে থেকে আমার পাশে আছেন।"
5
6
বর্তমানে তাঁকে তাঁর পরবর্তী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এ দেখা যাবে। এদিকে, বহুদিন ধরেই লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নিশানায় সলমন খান। বছরের শুরু থেকেই বেশ কয়েকবার 'ভাইজান'-এর উপরে হামলা হয়ে গিয়েছে। সেই কারণে বেড়েছে সলমনের নিরাপত্তাও। কাজের বাইরে এখন সেভাবে বাড়ির বাইরে দেখাও যায় না তাঁকে। তবে এর মধ্যেই আবার আদালতের দ্বারস্থ হলেন সলমন। কিন্তু কেন?
6
6
আসলে সলমন খানের ব্যক্তিগত পরিচিতি ও ভাবমূর্তির অনুমতি ছাড়া বাণিজ্যিক ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ দিল্লি হাইকোর্ট-এর। আদালত হুঁশিয়ারি দিয়েছে, যে সমস্ত প্ল্যাটফর্ম বা ব্যক্তিরা অভিনেতার নাম, ছবি ব্যবহার করে বাণিজ্যিক পণ্য বিক্রি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত স্থগিতাদেশ জারি করা হবে।