হিন্দু শাস্ত্রে সকট চৌথের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন মায়েরা সন্তানের মঙ্গলকামনা করে এবং দীর্ঘায়ুর জন্য ব্রত পালন করে। একই সঙ্গে এই তিথিতে পূজিত হয় গণেশ। ছবি- সংগৃহীত
2
8
এই তিথিতে মহিলারা উপোস করে সকালে সকটের ব্রত কথা শোনেন, বিকেলে গণেশের পুজো করেন। তারপর চাঁদ দেখা গেলে, তাকে অর্ঘ্য প্রদান করে জলগ্রহণ করেন। ছবি- সংগৃহীত
3
8
দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে, একের পর এক বিপদ, বাধায় জেরবার হয়ে থাকেন তাহলে জেনে নিন এই তিথিতে কী টোটকা করলে শুভ ফল পাবেন। গণেশের কৃপায় বিপদ কাটবে। ছবি- সংগৃহীত
4
8
সকট চৌথের দিন গণেশকে তিন দিয়ে নির্মিত জিনিস অর্পণ করুন। এছাড়া রাবড়ি ভোগ হিসেবে দিতে পারেন। গণেশকে এদিন এই জিনিসগুলো ভোগ হিসেবে দিলে সমস্যা কমে। ছবি- সংগৃহীত
5
8
এছাড়া এদিন গণেশের প্রতিমা এনে তাকে দুধ দিয়ে স্নান করিয়ে অভিষেক করুন। এই সময় গণেশের মন্ত্র পাঠ করুন। ওম গণ গণপতায় নমঃ মন্ত্র পাঠ করুন। খারাপ সময় কেটে যাবে। ছবি- সংগৃহীত
6
8
স্নান বা অভিষেক করানোর পর গণেশকে হলুদ লাগানোর দুব্বো নিবেদন করুন। প্রেম জীবনে যদি কোনও সমস্যা চলে থাকে, সেটা কেটে যাবে। একই সঙ্গে আর্থিক অবস্থার উন্নতি হবে। এদিন গণেশকে অবশ্যই লাল ফুল দেবেন। ছবি- সংগৃহীত
7
8
সকট চৌথের দিন দান ধ্যান করা উচিত। তিলের জিনিস, গুড়, রাবড়ি, মুগডাল ইত্যাদির মতো খাবার জিনিস, কম্বল, বা পোশাকও দান করতে পারেন। ছবি- সংগৃহীত
8
8
৬ জানুয়ারি পড়েছে এই বছরের সকট চৌথ। রাত ৮টা ৫৪ মিনিটে চন্দ্রদয়ের সময়। এই সময়ই চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করে যাঁরা ব্রত রেখেছেন তাঁরা জল পান করবেন। ছবি- সংগৃহীত