চলতি বছরের ২৫ ডিসেম্বর ৪৩ বছরে পা দিলেন দেব। তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন রুক্মিণী মৈত্র। ২৫ ডিসেম্বর ছবি মুক্তি, বার্থডে পার্টিতে ব্যস্ত থাকায় আলাদা করে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানানো হয়নি প্রেমিকা রুক্মিণীর। তাই ক্যালেন্ডারের দিন বদলালেও, ২৬ তারিখেই মনের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা লিখলেন তিনি। ছবি- ইনস্টাগ্রাম
2
7
রুক্মিণী মৈত্র এদিন দেবের জন্মদিনের একগুচ্ছ ছবি পোস্ট করে লেখেন, 'শুভ জন্মদিন।' তারপর মেগাস্টার, সুপারস্টার শব্দগুলোর পাশে ক্রস চিহ্ন দিয়ে লিখেছেন, 'অনলি পেয়ার।' সঙ্গে লাল হৃদয়, তারা এবং টিক চিহ্নের ইমোজি দিয়েছেন। ছবি- ইনস্টাগ্রাম
3
7
তবে সব কিছুর মাঝে নজর কেড়েছে অভিনেত্রী দেবের জন্মদিনের শুভেচ্ছা বার্তার পোস্টে যে গানটি যোগ করেছেন সেটা। তিনি এদিন শুধু তোমারই জন্য ছবি থেকে অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচির গাওয়া এগিয়ে দে গানটির সেই জায়গাটা যোগ করেছেন যেখানে উল্লেখ রয়েছে, 'পথ চলতে হাজারো রকম, ওঠাপড়া এসেছে যখন, আমি একা তোকে তখন আগলে যাই।' ছবি- ইনস্টাগ্রাম
4
7
তাঁদের অনুরাগীরা মনে করছেন কিছুদিন আগে তাঁদের সম্পর্কের জটিলতা নিয়ে যে চর্চা হয়েছিল, সেগুলোকে নস্যাৎ করে যে তাঁরা পুনরায় কাছাকাছি এসেছেন সেটাকেই এই পোস্ট এবং গানের মাধ্যমে বুঝিয়েছেন। ছবি- ইনস্টাগ্রাম
5
7
রুক্মিণী মৈত্র দেবের জন্মদিনের পার্টিতে একটি কালো রংয়ের গাউন পরেছিলেন। সঙ্গে হিরের গলার এবং কানের। হালকা সাজ এবং পরিপাটি খোঁপায় অনন্যা দেখাচ্ছিল তাঁকে। অন্যদিকে দেবও অল ব্ল্যাক লুকে ধরা দেন। প্রেমিকের নামে ট্যাটু করিয়েছেন রুক্মিণী, সেটাও ছবিতে দেখাতে ভোলেননি! ছবি- ইনস্টাগ্রাম
6
7
প্রসঙ্গত, দেবের এই বার্থডে পার্টিতে টলিউডের অনেকে উপস্থিত ছিলেন। এসেছিলেন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী বার্থডে পার্টির একগুচ্ছ ছবি পোস্ট করে দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ছবি- ইনস্টাগ্রাম
7
7
অন্যদিকে দেবের জন্মদিনের এই অনুষ্ঠানে এসেছিলেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। এদিনের পার্টিতে সকলকেই কালো রংয়ের পোশাকে দেখা গিয়েছে। ছবি- ইনস্টাগ্রাম