বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহুর বিশেষ গুরুত্ব রয়েছে। এই ছায়া গ্রহের স্থান পরিবর্তন যেমন কিছু রাশির জন্য সৌভাগ্য বয়ে আনে, তেমনই কিছু রাশির জাতকদের উপর পড়ে নেতিবাচক প্রভাব। ২০২৬ সালে জায়গা পরিবর্তন করবে রাহু, আর তার কারণে ভাল ফল ভোগ করবে এই রাশির জাতকেরা। ছবি- সংগৃহীত
2
8
২০২৬ সালে রাহু তার নিজের নক্ষত্র শতভিষায় প্রবেশ করবে। ২ আগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে ছায়া গ্রহ। এই সময়ে রাহুর প্রভাব অত্যন্ত গভীর এবং প্রবলভাবে পড়বে নির্দিষ্ট কিছু রাশির জাতকদের কেরিয়ার, আর্থিক দিক, পরিবারের উপর। তালিকায় কোন কোন রাশি আছে জেনে নিন। ছবি- সংগৃহীত
3
8
তুলা: আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই সময়। শিক্ষা, সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সফলতা পাবেন। যাঁরা প্রেম করেন তাঁদের সম্পর্ক নতুন ধাপে উন্নীত হবে, অর্থাৎ বিয়ে পাকা হবে। ছবি- সংগৃহীত
4
8
এই সময় বিনিয়োগ করলে দারুণ লাভবান হবেন। সমাজে প্রতিপত্তি, মান সম্মান বাড়বে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। আপনার এতদিনের কঠোর পরিশ্রমের ফল ভোগ করবেন এই সময়। কাজের প্রশংসা হবে। ছবি- সংগৃহীত
5
8
মকর: যাঁরা ছক ভেঙে নতুন কিছু করতে চাইছেন বা করার পরিকল্পনা রয়েছে তাঁদের সেই কল্পনা বাস্তবায়িত হবে। ইচ্ছে সফল হবে। যাঁরা চাকরিজীবী তাঁদের পদোন্নতি এবং আয় বৃদ্ধি দুই ঘটবে। একই সঙ্গে বাড়বে দায়িত্ব। ছবি- সংগৃহীত
6
8
যাঁরা ব্যবসা করেন তাঁদের পসার আরও ছড়াবে। নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হবে। বড় কোনও অর্ডার পেতে পারেন। রাজনীতি, টেকনোলজি বা মিডিয়ার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা উন্নতি করবেন এই সময়। খ্যাতি এবং পরিচিতি দুই বাড়বে। ছবি- সংগৃহীত
7
8
মীন: যাঁদের এক্সপোর্ট, ইমপোর্টের ব্যবসা তাঁরা এই সময় দারুণ লাভের মুখ দেখবেন। অনলাইন ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের জন্যও সময়টা বেশ ভালই যাবে। আধ্যাত্মিক ক্ষেত্রের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের কেরিয়ারে উন্নতি নিশ্চিত। বহুদিন ধরে যে কাজ হবে বলেও আটকে রয়েছে সেটা অবশেষে হবে। ছবি- সংগৃহীত
8
8
বিদেশ যেতে হতে পারে। হঠাৎ ধনলাভের যোগ রয়েছে। খরচ সামান্য হলেও বৃদ্ধি পাবে, কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে আয়ের পরিমাণ। আয়ের নতুন উৎস তৈরি হবে। ছবি- সংগৃহীত