৬৭ টেস্ট, ২৭৪ একদিনের ম্যাচ, ১৫৯ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন রোহিত শর্মা। টেস্ট রান ৪৩০১, একদিনের ক্রিকেটে ১১,১৭৬ এবং টি-টোয়েন্টিতে ৪২৩১। এখনও তিনি শীর্ষস্তরের ক্রিকেটে তুখোড় ফর্মে। একনজরে দেখে নেওয়া যাক পাঁচ ক্রিকেটারের বর্তমানে জীবনের কথা যারা অভিষেক করেছিলেন রোহিতের সঙ্গেই।
2
6
২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক করেন যোগিন্দর শর্মা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে মিসবা উল হককে আউট করে হিরো হন তিনিই। সেই যোগিন্দর বর্তমানে হরিয়ানা পুলিশের ডিএসপি।
3
6
২০০৫ সালে প্রথম একদিনের ম্যাচ খেলেন আরপি সিং। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনিও ছিলেন। তবে এই পেস বোলার ২০১৮ সালে ক্রিকেট থেকে অবসর নেন। দাবি করেন, তিনি ‘বুড়ো’ হয়ে গিয়েছেন। বর্তমানে তাঁকে বিভিন্ন খেলায় কমেন্ট্রির দায়িত্বে দেখা যায়।
4
6
২০২২ সালে ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন রবিন উথাপ্পা। তিনিও রোহিতের সময়কারই ক্রিকেটার। আইপিএলেও চুটিয়ে খেলেছেন। বর্তমানে তিনি অন্যতম ধারাভাষ্যকার। তাঁর নিজের ইউটিউব চ্যানেল রয়েছে। ভারতের অন্যতম ক্রিকেট এক্সপার্ট তিনি।
5
6
রোহিতের সময়কার আর এক নামকরা ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গে বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়ে অধীর চৌধুরীকে হারান তিনি। জেতেন ৮৫,০২২ ভোটে।
6
6
তবে রোহিত যেমন এখনও খেলে যাচ্ছেন তাঁরই একসময়ের সতীর্থ ঈশান্ত শর্মা বাদ পড়েছেন দল থেকে। অবসর না নিলেও তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা কম। এখনও আইপিএলে খেলতে দেখা যায় ঈশান্তকে।