২০২৩ সালে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকেই মুম্বই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তাঁর সুখের সংসার।
2
6
বলিপাড়া সূত্রে খবর, রাঘবের চেয়ে পরিণীতির উপার্জন অনেক বেশি। কানাঘুষোয় শোনা যায়, ৩৭ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে রাঘবের। এদিকে অভিনেত্রীর বার্ষিক আয় আনুমানিক ৫ কোটি টাকা।
3
6
অর্থাৎ, প্রতি মাসে ৪০ লক্ষ টাকা আয় করেন অভিনেত্রী। সম্প্রতি জুটিতে কপিল শর্মার শো-এ আসেন। সেখানেই জানান, তাঁদের সংসারের টাকা-পয়সায় সব হিসাব নাকি পরিণীতি রাখেন। রাঘব বলেন, ‘‘আমি যা কাজ করি তাতে তেমন অর্থ কোথায়, পরিণীতির আয় আমার থেকে ভাল। তাই আমাদের বাড়ি অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দুই-ই আমার স্ত্রী।’’
4
6
প্রসঙ্গত, বলিউডের অন্দরে এখন গুঞ্জন পরিণীতি চোপড়া কি মা হতে চলেছেন? বলিউডে এখন সবচেয়ে গরম প্রশ্ন এটিই। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে স্বামী তথা রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী পরিণীতি।
5
6
শো-এ হাস্যরসের আবহে ঘটে গেল এমন এক মুহূর্ত, যা ঘিরে জল্পনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। কারণ, রাঘবের মুখে বেরিয়ে এসেছে এক রহস্যজনক ‘গুড নিউজ’-এর ইঙ্গিত, আর তাতেই শোরগোল বলিউড অন্দরে।
6
6
জানেন সেদিন কী এমন বলেছিলেন রাঘব চাড্ডা? কপিল শর্মা হাসতে হাসতে জিজ্ঞেস করেন—“বিয়ের পর আপনাদের বাড়িতেও কি নাতি বা নাতনির জন্য চাপ এসেছে?” রাঘব সঙ্গে সঙ্গে বলে বসেন— “দেব আপনাকে, দেব... খুব জলদি সুখবর দেব!” এমন মন্তব্যে হকচকিয়ে যান পরিণীতি। চোখ কপালে তুলে বিস্ময়ে তাকিয়ে থাকেন রাঘবের দিকে। রাঘব পরে আবার বলেন— “দেব... মানে, এক সময় দেবই।” এই কথাতেই গুঞ্জনের শুরু—তবে কি পরিণীতি সন্তানসম্ভবা? নাকি খুব শীঘ্রই হতে চলেছেন? এই প্রশ্নের উত্তর যদিও এখনও পর্যন্ত দেননি তারকা দম্পতি।