ফের বিতর্কের কেন্দ্রে সলমন খান। সৌদি আরবের রিয়াধে আয়োজিত এক অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন শাহরুখ, সলমন এবং আমির। সেখানে আলোচনার ফাঁকে মঞ্চ থেকে সলমনের এক মন্তব্যে বালোচিস্তানকে আলাদা করে উল্লেখ করায় পাকিস্তানে ক্ষোভের ঝড় উঠেছে।
2
8
পাকিস্তান-বালোচিস্তান বিতর্ক চলছে বহু দিন ধরেই। বালোচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। তাই সলমনের ওই মন্তব্যের পর পাকিস্তানের সংবাদমাধ্যমে দাবি, সলমনকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের ‘ফোর্থ স্কেডিউল’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে নাম ওঠা মানেই চলাফেরায় কড়া নজরদারি, আইনগত সীমাবদ্ধতা এবং সম্ভাব্য তদন্ত।
3
8
রিয়াধের অনুষ্ঠানে শাহরুখ খান ও আমির খানের সঙ্গে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আলোচনা করতে গিয়ে সলমন বলেন,“এখন যদি কোনও হিন্দি ছবি এখানে (সৌদি আরবে) মুক্তি পাওয়া যায়, তা সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম ছবিও ১০০ কোটি টাকার ব্যবসা করবে। কারণ এখানে নানা দেশের মানুষ কাজ করছেন -বালোচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান… সবাই এখানে আছে।”
4
8
সলমন খান তাঁর বক্তব্যে বালোচিস্তান ও পাকিস্তানকে আলাদা করে উল্লেখ করা ইসলামাবাদের মতে, দেশের “ভৌগোলিক অখণ্ডতার অবমাননা।” তার পরেই পাকিস্তানের সন্ত্রাসদমন শাখা সলমনকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে।
5
8
তবে সলমনের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন বালোচ নেতারা। এককথায়, সলমনের এই মন্তব্যের পরে খুশি হয়েছিলেন বালোচ নেতারা। এমনকী, সলমনকে তাঁরা ধন্যবাদ পর্যন্ত জানিয়েছিলেন।
6
8
বালোচ স্বাধীনতা আন্দোলনের মুখ মীর ইয়ার বালোচ বলেন, “সলমন খানের এই মন্তব্য ছ’কোটি বালোচ মানুষের মনে আনন্দ এনেছে। বালোচিস্তানকে আলাদা সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া এক ধরনের ‘সফট ডিপ্লোম্যাসি’, যা আমাদের সংগ্রামের প্রতি আন্তর্জাতিক সচেতনতা বাড়াবে।”
7
8
পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ বালোচিস্তানে। দেশের ৪৬% এলাকা হয়েও বালোচিস্তানের বাসিন্দা মাত্র ৬%। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও, প্রদেশটির প্রায় ৭০% মানুষ দারিদ্রসীমার নিচে বাস করেন। দীর্ঘদিনের শোষণ, অর্থনৈতিক বঞ্চনা এবং সেনা দমন-পীড়ন বিচ্ছিন্নতাবাদের আগুন জ্বালিয়ে রেখেছে সেখানে।
8
8
মুখ ফস্কে সলমন এই মন্তব্য করেছেন, না কি জেনেবুঝেই বলেছেন, তা নিয়েও দীর্ঘ তরজা চলছে। তবে এখনও পর্যন্ত সলমন এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। কিন্তু তাঁর ওই একটি বাক্যই সীমান্ত পেরিয়ে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। যেখানে সিনেমা, পরিচয় ও রাজনীতি একসঙ্গে মিশে গেছে এক বিস্ফোরক বিতর্কে।