লিভার বা যকৃৎকে সুস্থ রাখার ক্ষেত্রে আমরা সাধারণত মদ্যপানকে সবচেয়ে বড় শত্রু বলে জানি। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা জানিয়েছে, শুধু মদ নয়, দৈনন্দিন জীবনের এক সাধারণ ঘরোয়া রাসায়নিকও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকী ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে দেয়।
2
8
বিজ্ঞানীরা জানিয়েছেন, বিপজ্জনক এই রাসায়নিকটির নাম পারক্লোরোইথিলিন। এটি মূলত ড্রাই ক্লিনিং, রং পরিষ্কার করার দ্রবণ এবং অনেক ঘরোয়া ক্লিনার বা দাগ তোলার পণ্যে ব্যবহার করা হয়। দীর্ঘদিন এই রাসায়নিকের সংস্পর্শে থাকলে শরীরে বিষক্রিয়া তৈরি হয়, যা সরাসরি লিভারের কোষকে ক্ষতিগ্রস্ত করে।
3
8
বিশেষজ্ঞরা বলছেন, পারক্লোরোইথিলিন আসলে এক ধরনের সলভেন্ট, যা তেল বা ময়লা গলাতে সাহায্য করে। কিন্তু এর গন্ধ বা বাষ্প নিয়মিত শ্বাস নেওয়ার ফলে শরীরে বিষ জমে।
4
8
প্রথম দিকে মাথা ঘোরা, বমি ভাব বা অবসাদ দেখা দিতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে এই রাসায়নিক যকৃৎ কোষের কার্যক্ষমতা নষ্ট করে ফেলে এবং হেপাটিক ক্যানসারের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়।
5
8
গবেষণায় দেখা গেছে, যাঁরা ড্রাই ক্লিনিং বা রঙের কাজে যুক্ত, তাঁদের লিভারজনিত অসুখের ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। এমনকীশহরাঞ্চলের মানুষ, যারা নিয়মিত এই ধরনের ক্লিনিং প্রোডাক্ট ব্যবহার করেন, তাঁরাও অজান্তে ঝুঁকির মুখে পড়ছেন।
6
8
গবেষকরা আরও জানান, বিশ্বজুড়ে অনেক দেশেই এখনওএই রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণে আনা হয়নি। অনেক সময় ‘নন-টক্সিক’ লেখা পণ্যেও অল্প পরিমাণে পিসিই থেকে যায়। তাই ঘর পরিষ্কার করার দ্রব্য কেনার সময় উপাদান তালিকা ভালভাবে দেখা জরুরি। সম্ভব হলে প্রাকৃতিক উপাদানে তৈরি ক্লিনার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ উপায়।
7
8
বিশেষজ্ঞদের মতে, লিভারের যত্ন নিতে গেলে শুধু অ্যালকোহল এড়িয়ে চললেই হবে না, আশপাশের পরিবেশ ও ব্যবহৃত পণ্য নিয়েও সচেতন হতে হবে। নইলে অজান্তেই আমরা এমন এক রাসায়নিকের সংস্পর্শে আসছি, যা ধীরে ধীরে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটিকে নষ্ট করে দিচ্ছে।
8
8
লিভার ভাল রাখতে শুধু অ্যালকোহল এড়িয়ে চললেই হল না, ঘরোয়া ও পরিবেশগত রাসায়নিকগুলোকেও গুরুত্ব দেওয়া দরকার। গবেষকদের মতে, ঘর পরিষ্কার রাখতে রাসায়নিক নয় কৃতিক বিকল্প বেছে নিন।