শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর হয়ে শিলিগুড়িতে ফিরেছেন রিচা ঘোষ। সদ্য বিশ্বকাপ জয়ী বঙ্গসন্তানের জন্য নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ি পুরসভার তরফে রিচাকে সংবর্ধনা দেওয়া হবে।
2
7
দুপুর ১২টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন রিচা। বিমানবন্দর থেকে বাড়ি পর্যন্ত রিচার জন্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। হুডখোলা জিপে করে ফেরেন তারকা ক্রিকেটার।
3
7
রিচাকে দেখার জন্য শহরের প্রধান রাস্তা হিলকার রোড জুড়ে ছিল ক্রিকেট ভক্তদের সমাগম। ছাদখোলা গাড়িতে রিচাকে দেখতে পেয়ে উন্মাদনায় ভেসে গিয়েছে শহর। রিচাও জানান, শহরে ফিরে তাঁর খুব ভাল লাগছে।
4
7
রিচার জন্য শিলিগুড়ি বাঘাযতীন মাঠে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঘাযতীন পার্ক থেকে তার সুভাষপল্লীর বাড়ি পর্যন্ত রাস্তায় পাতা ছিল রেড কার্পেট। প্রায় ১০ কিলোমিটার রাস্তা হুডখোলা জিপে ফেরেন রিচা।
5
7
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিশ্বকাপ জয়ী শিলিগুড়ির মেয়ে শুধু বাংলার নয় দেশের গর্ব। তাঁকে নিয়েই মেতে উঠেছে শহরবাসী। সাজিয়ে ফেলা হয়েছে রিচার সুভাষপল্লীর বাড়িও।
6
7
রিচার মা নিজের হাতে সাজিয়ে তুলছেন খাবারের তালিকা, কিন্তু এবার তাতে নেই সেই প্রিয় “চিকেন চিলি ফ্রাইড রাইস”! বিশ্বকাপ-পরবর্তী কড়া ডায়েট মেনে চলছেন রিচা।
7
7
মায়ের হাতের রান্না এবার বদলে গেছে পনির, মিক্স ভেজ, ডাল আর সাদাভাতে। তবু মায়ের মন কি মানে? রান্নাঘরের কোণে চুপিসারে রাখা হয়েছে কিছু কাটা চিকেন আর সবজি। রিচার মা বলেন, ‘মেয়ের জন্য সামান্য একটু করেই রাখব, ও যদি এক চামচও খায়, তাতেই আমার জয়।’