আজকাল ওয়েবডেস্ক:‌ ঘরে ফিরলেন বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার। শুক্রবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন রিচা ঘোষ। সেখানে ঢাকঢোল বাজিয়ে তাঁকে অভ্যর্থনা জানান প্রচুর মানুষ। বিমানবন্দর থেকে হুডখোলা জিপে চড়ে শিলিগুড়ি ফেরেন তিনি।


আপাতত একদিনের জন্যেই শিলিগুড়িতে ফিরলেন রিচা। ইতিমধ্যে হোর্ডিং, ব্যানারে সাজিয়ে ফেলা হয়েছে গোটা শহর। শুক্রবার বিভিন্ন সংগঠনের তরফে তাঁর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রিচার বাড়ি যাওয়ার কথা মেয়র গৌতম দেবের। শুক্রবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের তরফ থেকে রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়া হবে।


শুক্রবার দুপুর ১২টা নাগাদ দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানে ফেরেন রিচা। বাগডোগরা বিমানবন্দর থেকে রিচাকে নিয়ে শোভাযাত্রা ফেরে শিলিগুড়ি শহরে। রিচাকে দেখার জন্য শহরের প্রধান রাস্তা হিলকার রোড জুড়ে ছিল ক্রিকেট ভক্তদের সমাগম। হুডখোলা গাড়িতে রিচাকে দেখতে পেয়ে উন্মাদনায় ভেসে ওঠে শহর।
 এরপর শিলিগুড়ি বাঘাযতীন মাঠে রয়েছে নানান অনুষ্ঠান। যেখানে শিলিগুড়ি পুরনিগম সহ বিভিন্ন ক্লাব এবং ক্রীড়া সংগঠন রিচাকে সংবর্ধনা দেবে। বাগডোগরা বিমানবন্দর থেকে ১০ কিলোমিটার সড়কপথে হুডখোলা জিপে শিলিগুড়িতে আসেন রিচা। শিলিগুড়ি শহরে পৌঁছানোর পর বাঘাযতীন পার্ক থেকে তাঁর সুভাষপল্লীর বাড়ি পর্যন্ত রাস্তায় পাতা ছিল রেড কার্পেট। 


শুক্রবার দুপুর তিনটে নাগাদ বাঘাযতীন পার্কে রয়েছে পুরনিগমের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান।
বিশ্বকাপজয়ী শিলিগুড়ির মেয়ে শুধু বাংলার নয় দেশের গর্ব। তাঁকে নিয়েই শুক্রবার মেতে রয়েছে শিলিগুড়ি। 
জানা গেছে, বাঘাযতীন পার্কের সংবর্ধনার পর রিচা বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে যাবেন। সেখানেই তিনি ক্রিকেট খেলতে যেতেন।