প্রেম নয়, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ভাই-বোনের সম্পর্ক সলমনের? ২৫ বছর আগের কোন সত্যি ফাঁস হল?
নিজস্ব সংবাদদাতা
৭ নভেম্বর ২০২৫ ১৫ : ০৫
শেয়ার করুন
1
5
অভিনেতা সলমন খান ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'জোশ'-এর একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। মজার বিষয় হল, এই ছবিতে ঐশ্বর্য রাই তাঁর বোনের চরিত্রে অভিনয় করতেন!
2
5
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে পরিচালক মনসুর খান এই বিষয়টি সামনে এনেছেন। তিনি জানান, 'জোশ' ছবির জন্য প্রথমে তিনি ঐশ্বর্য রাইয়ের বিপরীতে নায়ক হিসেবে আমির খান এবং তাঁর ভাই হিসেবে শাহরুখ খানকে নিতে চেয়েছিলেন।
3
5
তবে আমির খান ঐশ্বর্য রাইয়ের ভাইয়ের চরিত্রে অভিনয় করতে রাজি হননি, তিনি চেয়েছিলেন নায়কের ভূমিকায় অভিনয় করতে। এরপর মনসুর খান ঐশ্বর্য রাইয়ের ভাইয়ের চরিত্রে অভিনয়ের জন্য সলমনকে প্রস্তাব দেন।
4
5
কিন্তু সলমন খানও সেই প্রস্তাবে রাজি হননি। তাঁরও মত ছিল, তিনি ঐশ্বর্য রাইয়ের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করতে চান, ভাইয়ের ভূমিকায় নয়।
5
5
পরে এই ছবিতে শাহরুখ খান ঐশ্বর্য রাইয়ের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এবং চন্দ্রচূড় সিং ছিলেন নায়কের ভূমিকায়। ২০০০ সালে ছবিটি মুক্তি পায় এবং দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল।