৬০-এ পা দেওয়ার কয়েকদিন পরই অনুরাগীদের জন্য চমক নিয়ে এলেন ফটোগ্রাফার কোলস্টন জুলিয়ান। বলিউড বাদশাহ শাহরুখ খানের এমন কিছু অদেখা ছবি শেয়ার করলেন তিনি, যা দেখেই যেন মুহূর্তে ফিরে গেলেন ভক্তরা সেই পুরনো ‘ফৌজি’-র দিনে। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর পোশাকে শাহরুখ খান, পুরোদস্তুর ইউনিফর্মে এক দীর্ঘ শট ও বেশ কয়েকটি ক্লোজ-আপ ফ্রেমে ধরা পড়েছে তাঁর মোহময়তা। একটিতে আবার মাথায় আর্মি টুপি, মুখে সেই পরিচিত হাসি। পোস্টের ক্যাপশনে কোলস্টন লিখেছেন,“মেহবুব স্টুডিওতে শাহরুখের এই ছবিগুলি তুলেছিলাম।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ColstonJULIAN (@colstonjulian)
যদিও শুটিংয়ের সঠিক সাল জানা যায়নি, অনেকে ধারণা করছেন এই ফটোশুটটি বহু বছর আগের, সম্ভবত মহামারির আগের সময়ের। ছবিতে থাকা ইউনিফর্মে দেখা গেছে একটি নামফলক- “অভিমুন্য রাই”। আর এই নামটি দেখেই নস্টালজিয়ায় ভেসেছেন শাহরুখ অনুরাগীরা। কারণ, এই চরিত্রের নামই ছিল তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ফৌজি’-তে অভিনীত ভূমিকায়। ফলে অনেকেই ধরে নিচ্ছেন, এই ফটোশুটটি সম্ভবত সেই বিখ্যাত চরিত্রকে ঘিরেই এক ধরনের শ্রদ্ধার্ঘ্য বা ক্রিয়েটিভ ট্রিবিউট।
কোলস্টন জুলিয়ান এর আগে শাহরুখকে ফোটোগ্রাফ করেছিলেন ২০১৩ সালে ফোর্বস ইন্ডিয়ার জন্য, এবং পরবর্তীতে ২০১৭ সালে একটি পণ্যের বিজ্ঞাপনের শুটে সময়ও তাঁর লেন্সে ধরা পড়েছিলেন ‘বাদশা’। ছবিগুলি প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাসে ভরে যায় কমেন্ট সেকশন। কেউ লিখেছেন,“ইউনিফর্মে ওকে এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যায় না।”আবার কেউ বা শুধু হার্ট ইমোজি ও নস্টালজিয়ায় ভেজা বার্তা ছুঁড়ে দিয়েছেন। অধিকাংশেরই এক কথা, “সময় বদলেছে, কিন্তু শাহরুখের চার্ম চিরন্তন!”
ইমরান-উবাচ!
অভিনেতা ইমরান হাশমি বর্তমানে তাঁর নতুন ছবি ‘হক’-এর প্রচারে ব্যস্ত। ছবিটিতে তাঁর সঙ্গে রয়েছেন ইয়ামি গৌতম। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খুলে বললেন নিজের ভাইরাল ক্যামিও ‘দ্য ব্যাডস অব বলিউড’ সম্পর্কে।
ইমরান বলেন, ‘‘আমি একবার শাহরুখ খানের সঙ্গে কাজ করার একটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেটা কোনও কারণে হয়ে ওঠেনি। আজও আফসোস হয়।’’ এরপর এই সাক্ষাৎকারে ইমরান আলোচনা করেন আরিয়ান খানের প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’–নিয়ে। তিনি খোলাখুলি বলেন, এই সিরিজটা তাঁর কাছে “পলিটিক্যালি ইনকারেক্ট” হলেও দুর্দান্ত লেগেছে। ইমরানের মতে, “প্রথম পর্বটা দেখতে একটু সময় লাগে, কিন্তু তারপর একবার তুমি সেই রাইডে উঠলে, মনে হবে, ‘দারুণ! এমন কিছু আগে কখনও দেখিনি।’ এটা এতটাই পলিটিক্যালি ইনকারেক্ট, অথচ এত রঙিন, মজাদার যে মনে হয়, এটা সিনেমা হলে রিলিজ হওয়া উচিত ছিল। হলে এলে অন্তত ৬০০-৭০০ কোটির ব্যবসা করত নিশ্চিত!”
ইমরানের এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায়। অনেকেই একমত যে, আরিয়ানের ডেবিউ সিরিজে বলিউডের অন্ধকার দিক, ক্ষমতা, অহং আর গ্ল্যামারের সংঘাত যেভাবে দেখানো হয়েছে, সেটা সত্যিই সাহসী এবং নতুনত্বপূর্ণ। অন্যদিকে, শাহরুখ-ইমরান জুটি যদি সত্যিই বড়পর্দায় একসঙ্গে দেখা যেত, তাহলে সেটা নিঃসন্দেহে বলিউডপ্রেমীদের জন্য হতো এক ‘স্বপ্নের জুটি’।
আরবাজের রাগ!
অভিনেতা-পরিচালক আরবাজ খান স্পষ্ট জানিয়ে দিলেন তাঁর নিজের কাজের ব্যাপারে সাক্ষাৎকারে শুধুমাত্র তাঁর দাদা সলমন খানের নাম টেনে প্রশ্ন করা তিনি একেবারেই পছন্দ করেন না। নিজের নতুন ছবি ‘কাল ত্রিঘোরি’–র ট্রেলার লঞ্চের মঞ্চেই সাংবাদিকের এক প্রশ্নে কার্যত রাগে ফেটে পড়লেন তিনি।
বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘কাল ত্রিঘোরি’–র ট্রেলার উন্মোচনের সময় এক সাংবাদিক তাঁকে সালমান খান নিয়ে প্রশ্ন করলে আরবাজ রেগে গিয়ে বলেন,“সলমন খান বা খান পরিবারের নাম নেওয়া কি জরুরি? প্রশ্নটা ওঁদের নাম না নিয়েও করা যেত...” এরপর আরবাজ স্পষ্ট সুরে প্রশ্নকর্তাকে বলেন,“তোমাকে তো আমি অনেক দিন ধরেই চিনি…যতক্ষণ না তুমি এমন অদ্ভুত প্রশ্ন করো ততক্ষণ তুমি শান্তি পাও না! তুমি সব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপর নিজের এই ভুলভাল সব প্রশ্ন করো।”
আরবাজ তখন সাংবাদিককে অনুরোধ করেন প্রশ্নটা ঠিক করে করতে। সাংবাদিক বলতে শুরু করেন,“আমরা তো সবাই জানি সলমনকে ঘিরে কত গল্প আছে…” বাক্যটি শেষ হওয়ার আগেই তাঁকে থামিয়ে দিয়ে আরবাজ জবাব দেন, “ তা কী গল্প জানো তুমি?” সাংবাদিক জানান, তিনি সলমনের উদারতা ও সাহায্যপরায়ণতার কথা বলছিলেন। তখনই আরবাজ দৃঢ় গলায় বলেন, “যদি জানো, তবে বারবার কেন ওসব প্রশ্ন করো? সেগুলো ওঁকে গিয়ে জিজ্ঞেস করো, এখানে আমার এই ছবিটা নিয়ে কথা বলো।”
আরবাজ আরও যোগ করেন, সালমান বা তাঁদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয় সাহায্যের এই মানসিকতা। পুরো ইন্ডাস্ট্রির বহু মানুষই একে অপরকে সাহায্য করেন। তাই ব্যক্তিগত সম্পর্ক টেনে এনে প্রচারের মূল আলোচনা ঘোরানো তিনি একেবারেই মেনে নেন না।