সংবাদসংস্থা মুম্বই: 

‘জওয়ান’ শাহরুখ 

৬০-এ পা দেওয়ার কয়েকদিন পরই অনুরাগীদের জন্য চমক নিয়ে এলেন ফটোগ্রাফার কোলস্টন জুলিয়ান। বলিউড বাদশাহ শাহরুখ খানের এমন কিছু অদেখা ছবি শেয়ার করলেন তিনি, যা দেখেই যেন মুহূর্তে ফিরে গেলেন ভক্তরা সেই পুরনো ‘ফৌজি’-র দিনে। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর পোশাকে শাহরুখ খান, পুরোদস্তুর ইউনিফর্মে এক দীর্ঘ শট ও বেশ কয়েকটি ক্লোজ-আপ ফ্রেমে ধরা পড়েছে তাঁর মোহময়তা। একটিতে আবার মাথায় আর্মি টুপি, মুখে সেই পরিচিত হাসি। পোস্টের ক্যাপশনে কোলস্টন লিখেছেন,“মেহবুব স্টুডিওতে শাহরুখের এই ছবিগুলি তুলেছিলাম।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ColstonJULIAN (@colstonjulian)