সংবাদসংস্থা মুম্বই: 'মেট গালা'য় শাহরুখ খানকে চিনতেই পারল না বিদেশি সংবাদমাধ্যম। আর যারা চিনলেন অবাক হলেন তাঁরাও। শাহরুখ পরেছিলেন একটি কালো রঙের ওভারকোটের সঙ্গে বুকের বোতাম খোলা কালো শার্ট, কালো ট্রাউজার্স এবং গলা ভর্তি গয়না। মণি বন্ধে রত্নখচিত ঘড়ি। হাতের ১০ আঙুলে আটটি আংটি। আর হাতে হিরে-চুনি-পান্না বসানো বাঘ মুখের ছড়ি। বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায় তৈরি করেছিলেন শাহরুখের ওই ‘মেট গালা লুক’।
2
8
ছড়ি, ওভার কোট, চোখে সানগ্লাস, ব্যাকব্রাশ করা চুল আর বোতাম খোলা শার্টে শাহরুখকে দেখতে মন্দ লাগছিল না। কিন্তু সমালোচকদের কেউ কেউ বলছেন, মেট গালার আগে ‘কিং খান বেঙ্গল টাইগার’ ইনস্টাগ্রামে টিজার দিয়েছিলেন সব্যসাচী। কিন্তু তা দেখে শাহরুখের সাজ নিয়ে যে আশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি।
3
8
'মেট গালা'য় অভিষেক হল অন্তঃসত্ত্বা অভিনেত্রী কিয়ারা আদবানির। সোমবার নিউ ইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজরকাড়া লুকে ধরা দিলেন অভিনেত্রী। ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে নিজেকে সাজিয়েছিলেন তিনি। কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি। কিয়ারার মেট গালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তার ছোঁয়া।
4
8
তবে 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে আক্ষেপ নেই কারও। স্বামী নিক জোনাসের সঙ্গেই মেট গালায় হাজির হন প্রিয়াঙ্কা।
5
8
তাঁর সাজগোজ সকলের নজর কেড়েছে। বরাবরের মতো লাল গালিচায় প্রিয়াঙ্কা এবং নিকের অতরঙ্গ কিছু মুহূর্তও নজর কেড়েছে সকলের।
6
8
এদিন রাজকীয় উপস্থিতি দেখা গেল দিলজিৎ দোসাঞ্ঝের। মহারাজার বেশে সেখানে হাজির হলেন তারকা। শুধু তাই নয়, পোশাকের উপর যে চাদর চাপিয়েছিলেন দিলজিৎ, তাতে গুরুমুখী ভাষায় লেখাও চোখে পড়ল। পাঞ্জাবকে হলিউডে পৌঁছে দিলেন বলে মত অনুরাগীদের।
7
8
এবারে মেট গালায় ডেবিউ করলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র। সাহসিকতার পরিবর্তে মণীশ সাবধানী সাজই বেছে নেন বলে মত অনুরাগীদের।
8
8
এছাড়াও নজর কাড়লেন ইশা আম্বানি। গত বছরের মতো এই বছরও একেবারে ভিনটেজ সাজে ধরা দিলেন তিনি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর লুকের ছবি, ভিডিও।