মঙ্গল গ্রহ স্থান বদলাচ্ছে। আগামী ৭ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০ টায় ধনু রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। মঙ্গল এনার্জির গ্রহ। ফলে এর স্থান বদলের কারণে যেমন কিছু রাশি সমস্যায় পড়বেন, তেমন কিছু রাশির সৌভাগ্য অর্জন করবেন।
2
6
মঙ্গলের এই স্থান বদলের প্রভাব আগামী ৪০ দিন থাকবে। সেটা সুফল হোক বা কুফল। অর্থাৎ ১৬ জানুয়ারি ভোর ৪.৩৬ পর্যন্ত। কোন কোন রাশির এই সময় ভাল কাটবে জেনে নিন।
3
6
তালিকায় প্রথমে রয়েছে মেষ রাশি। সফলতা পাবেন এঁরা জীবনের প্রতিটি ক্ষেত্রে। যে কাজ আটকে রয়েছে বহুদিন সেটা সফল হবে। চাকরির চেষ্টা করলে তাতেও সুফল পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
4
6
বৃশ্চিক রাশির জাতকদের এই সময় হঠাৎ অর্থও প্রাপ্তি ঘটতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও জটিলতা চললে সেটার নিষ্পত্তি ঘটবে। আয় বাড়বে।
5
6
মীন রাশির জাতকদের জন্য এই সময়টা খুবই ভাল কাটবে। খ্যাতি পাবেন। কাজের জন্য ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রে, দুই জায়গাতেই প্রশংসা পাবেন। স্বীকৃতি মিলবে কঠোর পরিশ্রমের। সামাজিক ক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে।
6
6
কন্যা রাশির জাতকদের এই সময় আত্মবিশ্বাস বাড়বে। ভাগ্য এঁদের সহায় থাকবে। যা করবেন তাতেই সাফল্য পাবেন। পদোন্নতির সুযোগ আসতে পারে। নতুন ব্যবসা বা কাজ শুরু করার ইচ্ছে থাকলে এটাই কিন্তু আদর্শ সময়।