শেষ হতে চলল ২০২৫। চলতি ডিসেম্বর মাসে বছরের শেষ পূর্ণিমা আসতে চলেছে। সেইদিনেই শক্তিশালী গজকেশরী যোগ তৈরি হবে। আগামী ৪ ডিসেম্বর সেই মাহেন্দ্রক্ষণ। পূর্ণিমার ওই চাঁদটির পোশাকি নাম ‘কোল্ড মুন’।
2
7
জ্যোতিষশাস্ত্রে গজকেশরী যোগকে অত্যন্ত শক্তিশালী ও শুভ রাজযোগ হিসেবে গণ্য করা হয়। যখন চন্দ্র ও বৃহস্পতি একই রাশিতে অবস্থান করেন, তখন এই যোগ সৃষ্টি হয়। জ্যোতিষ মতে, এই সময় সামগ্রিকভাবে শুভ শক্তি সক্রিয় থাকে। বুদ্ধিবৃত্তিক
3
7
২০২৫ সালের ৫ ডিসেম্বর আবারও এমনই এক বিরল পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। মহাশুভ গজকেশররী যোগের প্রভাবে কয়েকটি রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
4
7
মেষঃ মেষ রাশির জাতকদের জন্য এই যোগ অত্যন্ত সৌভাগ্য বয়ে আনতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ হঠাৎ করেই গতিশীল হয়ে উঠবে। চাকরিতে পদোন্নতি অথবা নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বাড়তি লাভ পেতে পারেন।
5
7
মিথুনঃ এই যোগ সরাসরি মিথুনেই গঠিত হওয়ায় এই রাশির জাতক–জাতিকারা সবচেয়ে বেশি সুফল পেতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, নতুন প্রকল্প বা পরিকল্পনায় সাফল্য আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনা বা চাকরির পরিকল্পনা করছিলেন, তাদের জন্যও সময় অনুকূল হতে পারে। প্রেম ও সম্পর্কেও শান্তি বজায় থাকবে।
6
7
কন্যাঃ কন্যা রাশির জীবনে এই যোগ আর্থিক স্থিতি আনতে পারে। নতুন বিনিয়োগ বা ব্যবসা শুরু করতে চাইলে শুভ সময়। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং সঙ্গে আসবে পরিচিতি ও সম্মান। পারিবারিক জীবনে শান্তি ও উন্নতি দেখা দিতে পারে।
7
7
জ্যোতিষীদের মতে, ৪ ডিসেম্বর রাতে সহজ নিয়ম মানলে একটি নয়, দুটি মনোবাসনা পূরণ হবে। ওই রাতে একটি গ্লাসে জল ভরে চাঁদের দিকে তাকিয়ে মনের দুটি ইচ্ছা বলুন। এরপর সেই গ্লাসের জল পান করে নিন। বছরের শেষ পূর্ণিমা সবচেয়ে শক্তিশালী পূর্ণিমার চাঁদের প্রভাবে আপনার মনের সেই দুই ইচ্ছা পূরণ হবে।