হিন্দি ছবিতে আমরা প্রায়ই দেখি নায়িকা প্রেমে পড়ল বন্ধুর প্রেমিকের, বা বিয়ে করল বাড়ির পরিচিত কাউকে। কিন্তু এই প্লট শুধু সিনেমায় নয়, বাস্তবেও হয়েছে। বলিউডের বেশ কিছু অভিনেত্রী শিরোনামে উঠে এসেছিলেন ঠিক এই কারণেই। বন্ধু বা আত্মীয়ের স্বামীকে বিয়ে করে ‘দ্বিতীয় স্ত্রী’ হতে রাজি হয়েছিলেন তাঁরা। সম্পর্ক, ভাঙন, বিতর্ক-সব মিলিয়ে একেবারে বাস্তবের মেলোড্রামা।
2
9
হংসিকা মোতওয়ানি: ‘কোই মিল গয়া’-র সেই খুদে অভিনেত্রী হংসিকা মোতওয়ানি পরে দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় তারকা হয়ে দারুণ জনপ্রিয় হয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে জয়পুরে ব্যবসায়ী সোহেল কাথুরিয়াকে বিয়ে করেন তিনি।কিন্তু এখানেই শুরু বিতর্ক।
3
9
হংসিকার ঘনিষ্ঠ বন্ধু রিঙ্কি বাজাজের স্বামী ছিলেন সোহেল! রিঙ্কির বিয়েতেও হাজির ছিলেন হংসিকা। তাঁদের সেই ছবিও ভাইরাল হয়েছিল। পরে রিঙ্কি-সোহেলের বিচ্ছেদের পর সোহেলকে বিয়ে করেন হংসিকা মোতওয়ানি। এখন খবর, তাঁদের দাম্পত্যেও নাকি সব ঠিকঠাক নেই।
4
9
শিল্পা শেট্টি: ২০০৯ সালের নভেম্বরে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। কিন্তু রাজের আগেই ছিল প্রথম সংসার।
5
9
২০০৩ সালে বিবাহিত হয়েছিলেন কবিতা কুন্দ্রার সঙ্গে। তিন বছরেই সেই দাম্পত্য ভেঙে যায়। পরে কবিতা সরাসরি অভিযোগ করেন, শিল্পার কারণেই ভেঙেছে তাঁর সংসার। বিতর্ক থামেনি, কিন্তু শিল্পা-রাজ বিয়ে করেন এবং এখন তাঁদের দুই সন্তান।
6
9
অমৃতা অরোরা: মালাইকা অরোরার বোন অমৃতা অরোরা ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘গোলমাল রিটার্নস’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। ২০০৯ সালে তিনি বিয়ে করেন ব্যবসায়ী শাকিল লাদাককে। এদিকে শাকিলের প্রথম স্ত্রী নিশা রানা ছিলেন অমৃতার খুব কাছের বন্ধু!
7
9
শাকিল–নিশার বিচ্ছেদের পর অমৃতা দ্রুত বিয়ে করেন শাকিলকে। শোনা যায় শাকিলের সম্পত্তির পরিমাণ প্রায় ৮৭ কোটি টাকা।
8
9
সোনিয়া কাপুর: ছোটপর্দার অভিনেত্রী সোনিয়া কাপুর ২০১৮ সালে বিয়ে করেন গায়ক-সুরকার হিমেশ রেশমিয়াকে। অবশ্য হিমেশের প্রথম বিয়ে হয়েছিল ১৯৯৫ সালে কমল রেশমিয়ার সঙ্গে। বলিউডে বড় সাফল্য পাওয়ার পর তাঁদের সম্পর্কের অবনতি ঘটে, এবং ২০১৭ সালে বিচ্ছেদ। সোনিয়া ছিলেন কমলের ঘনিষ্ঠ আত্মীয়া! নিয়মিত যাতায়াত ছিল সেই বাড়িতে। বিচ্ছেদের পর হিমেশ–সোনিয়ার বিয়ে নিয়ে বলিউডে নানা কানাঘুষো, বিতর্ক, গসিপ সবই চলেছিল দীর্ঘদিন।
9
9
রবিনা ট্যান্ডন: নয়ের দশকের তারকা অভিনেত্রী রবিনা ট্যান্ডন ২০০৪ সালে বিয়ে করেন চলচ্চিত্র পরিবেশক অনিল ঠাডানিকে। অনিলের প্রথম স্ত্রী ছিলেন রোমু সিপ্পির মেয়ে নাতাশা সিপ্পি। ‘স্টাম্পড’ (২০০৩) ছবির কাজ করতে গিয়েই রবিনা–অনিলের পরিচয়, সেখান থেকেই প্রেম। অনিল পরে নাতাশার সঙ্গে বিচ্ছেদের পথে বাড়ান এবং তারপর রবিনাকে বিয়ে করেন। বলিউড গসিপে তাঁদের এই ত্রিকোণ সম্পর্ক ছিল একসময়ের হট টপিক। এমনকি শোনা যায়, এক পার্টিতে রবিনা রাগের মাথায় নাতাশার দিকে জুসের গ্লাস ছুড়ে মারেন।