জালিয়াতি ও পাচারের ঘটনা বৃদ্ধির পরেই নাকি সিদ্ধান্ত। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২২ নভেম্বর থেকে ভারতীয়দের ইরানে ভিসা-মুক্ত প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
2
10
পর্যটন বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতীয়দের জন্য ভিসা-মুক্তি চালু করে ইরান।
3
10
তবে, তারপর থেকে, বেশ কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে, যার জেরেই এই পদক্ষেপ বলে তথ্য সূত্রের।
4
10
তথ্য, এই সময়কালে ভারতীয়দের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি বা অন্যান্য দেশে ট্রানজিটের আশ্বাস দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। যার জেরেই এই পদক্ষেপ।
5
10
ভারতে অবস্থিত ইরানি দূতাবাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে এই তথ্য।
6
10
সেখানে জানানো হয়েছে, ২২ নভেম্বর থেকে, সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকদের ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে প্রবেশ বা ট্রানজিটের জন্য ভিসা নিতে হবে।
7
10
ইরানের ভিসা-মুক্ত প্রবেশাধিকার কেবলমাত্র পর্যটনের উদ্দেশ্যে ভারতীয়দের জন্য দেওয়া হয়েছিল। যা প্রতি ছ'মাসে একবার ১৫ দিনের জন্য বৈধ ছিল এবং এতে কর্মসংস্থান অন্তর্ভুক্ত ছিল না।
8
10
ইসফাহান এবং শিরাজের মতো ঐতিহ্যবাহী শহর, কোম এবং মাশহাদের মতো তীর্থস্থান, মরুভূমির ভূদৃশ্য এবং প্রাচীন সিল্ক রোড রুট ইরানের অন্যতম জনপ্রিয় স্থান পর্যটকদের কাছে।
9
10
ইরানের ভিসা-মুক্ত প্রবেশাধিকার কেবলমাত্র পর্যটনের উদ্দেশ্যে ভারতীয়দের জন্য দেওয়া হয়েছিল। যা প্রতি ছ'মাসে একবার ১৫ দিনের জন্য বৈধ ছিল এবং এতে কর্মসংস্থান অন্তর্ভুক্ত ছিল না।
10
10
ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতীয় নাগরিকদের চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অথবা তৃতীয় দেশে ট্রানজিটের আশ্বাস দিয়ে ইরানে পাঠানোর বেশ কয়েকটি ঘটনার প্রতি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।