দেশজুড়ে বিমান বিভ্রাটের জেরে আরও বিপাকে পড়ল ইন্ডিগো কর্তৃপক্ষ। এবার ডিজিসিএ তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল।
2
9
ডিজিসিএ চারজন ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরকে সরিয়ে দিল। যেভাবে বিমান বিভ্রাট হয়েছে তার সঙ্গে তাদের দায় অনেকটা ছিল। সকলের কাছেই এবিষয়ে প্রয়োজনীয় চিঠি চলে গিয়েছে।
3
9
ভারতের মতো বিশাল দেশে ইন্ডিগোর বিমান পরিচালনার ক্ষেত্রে এই চারজন বহুদিন ধরেই কাজ করেছে। তবে ডিজিসিএ তাদেরকে কোনও কারণ দেখায়নি।
4
9
টানা দুদিন ইন্ডিগোর সিইও-র সঙ্গে বৈঠক করে ডিজিসিএ। এই পরিস্থিতি সামলাতে তৈরি করা হয়েছে একটি উচ্চপর্যায়ের কমিটি।
5
9
বৈঠকে সবার আগেই জানিয়ে দেওয়া হল ইন্ডিগো যেন এই ঘটনার একেবারে শেষ দেখে তবে ছাড়ে। যেভাবে বিগত সপ্তাহে কয়েকশো বিমান বাতিল হয়েছে তাতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এই ঘটনা যেন ভবিষ্যতে না হয় সেবিষয়ে ইন্ডিগোকে সতর্ক করা হয়েছে।
6
9
ইন্ডিগোর এই বিভ্রাট তাদের শেয়ারের দামেও বিরাট হেরফের ঘটিয়েছে। ভারতের শেয়ার বাজারে ইন্ডিগোর ৬৫ শতাংশ শেয়ার বিক্রির পর্যায়ে চলে গিয়েছিল।
7
9
এখানেই শেষ নয়, ইন্ডিগোর আগামীদিনে প্রতিটি কাজের ওপর নজর রাখবে ডিজিসিএ। এবার থেকে প্রতিদিন ইন্ডিগো তাদের কাজের রিপোর্ট পেশ করবে ডিজিসিএ-র কাছে।
8
9
ইন্ডিগো ইতিমধ্যে তাদের বিমান চলাচল কমিয়েছে। ফলে সেখানে বাকি বিমান সংস্থাগুলি তাদের কাজ করছে। তবে ধীরে ধীরে ফের ইন্ডিগোর বিমান বাড়বে বলেই খবর মিলেছে।
9
9
যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরণের পরিস্থিতি ভবিষ্যতেও হতে পারে। সেখানে থেকে এবিষয়ে প্রয়োজনীয় এফডিসিএল নিয়ম যদি আরও কড়া হয় তাহলে সেখানে অনেকটা স্বস্তি মিলতে পারে।