চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ এ-র শেষ ম্যাচের আগে শুক্রবার শেষ মুহূর্তের মহড়া সারল ভারতীয় দল। দলের সব ক্রিকেটাররাই অংশ নিয়েছিলেন অনুশীলনে। বৃহস্পতিবার গোটা দলকে বিশ্রাম দিলেও একাই অনুশীলন করেছিলেন গিল।
2
6
শুক্রবারের অনুশীলনে বিশেষ নজর ছিল অধিনায়ক রোহিত শর্মা ও পেসার মহম্মদ সামির ওপর। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ায় দুজনের খেলতে পারা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে দুজনেই এদিন পুরোদমে অনুশীলন করেন।
3
6
এদিন রোহিত শর্মা নেটে প্রায় এক ঘণ্টা ধরে ব্যাটিং করেন। তাঁকে যথেষ্ট সাবলীল দেখিয়েছে। তবে বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে টেপ লাগিয়ে অনুশীন করছিলেন তিনি। অন্যদিকে, বিরাট কোহলি আক্রমণাত্মক ব্যাটিং করেন। পেসার ও স্পিনারদের বিরুদ্ধে বড় শট খেলতে দেখা যায় তাকে।
4
6
ব্যাটিং অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়াও বেশ কিছু বড় শট খেলেন এদিন নেটে ব্যাট করার সময়। কেএল রাহুল উইকেটকিপিং অনুশীলনে ব্যস্ত ছিলেন। রবীন্দ্র জাদেজা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অনুশীলন করেন।
5
6
তবে এদিন অনুশীলনের সময় ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরকে দীর্ঘ সময় কথোপকথনে ব্যস্ত থাকতে দেখা যায়। তবে সেই আলোচনা যথেষ্টই স্বাভাবিক ছিল বলেই মনে হয়েছে।
6
6
সম্প্রতি ম্যাচের আগের দিন বিশ্রাম নেওয়ার পদ্ধতি বজায় রাখছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড দলকে ম্যাচের আগে শনিবার কড়া অনুশীলন করতে দেখা গিয়েছে।