১. আজ সিরিজের শেষ একদিনের ম্যাচ। জিতলে সিরিজে ফিরবে সমতা। না হলে হারতে হবে সিরিজ। দীর্ঘদিন পর সিরিজ হারের সামনে টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের কোচিং জমানার শুরুতেই সিরিজ হারতে হতে পারে। এদিন দলে বেশ কিছু বদল হতে পারে। সবচেয়ে বড় কথা চিন্তায় রেখেছে ব্যাটারদের ফর্ম। অধিনায়ক রোহিত শর্মা ছাড়া রানের মধ্যে কেউ নেই।
৩. রোহিত শর্মা সিরিজ শুরুর আগেই বলেছিলেন, ‘চিল মারতে আসিনি।’ কিন্তু প্রথম দুটো ম্যাচেই অপ্রত্যাশিত ফল। প্রথমটা টাই। দ্বিতীয়টা হার। বুধবারও শুরু থেকেই ঝড় তোলার ইঙ্গিত দিয়েছেন রোহিত। খেলার ছন্দ বদলাতে রাজি নন।
4
6
৪. বিশ্বকাপের পর দলে আসা রাহুল, শ্রেয়সরা একেবারেই ছন্দে নেই। রানও পাচ্ছেন না। আজ নজর থাকবে দু’জনের দিকেই। এখন দেখার শেষ ম্যাচে দুই ক্রিকেটার জ্বলে উঠতে পারেন কিনা।
5
6
৫. বোলিং বিভাগে শেষ দিকে উইকেট তুলতে ব্যর্থ হচ্ছেন বোলাররা। প্রথম দুটো ম্যাচে শ্রীলঙ্কা শুরুতে একাধিক উইকেট হারালেও শেষের দিকের ব্যাটসম্যানরা রান করে দিয়েছেন। শেষ ম্যাচে ভারতীয় বোলারদের গোটা ৫০ ওভারই ধারাবাহিক থাকতে হবে।