আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে আরও একবার তৈরি হল বিতর্ক। দু'দিনে পড়ল ২৬ উইকেট। ঘূর্ণি পিচ চেয়েছিল ভারতীয় দল। সেই অর্ডারি পিচেই ভারতীয় ও  দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা পথ হারাল। 

পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে তৃতীয় দিনেই হয়তো খেলা শেষ হয়ে যাবে। প্রোটিয়া শিবির  এখন ধুঁকছে। অক্ষর প্যাটেল দিনের শেষে বলে গেলেন এই পিচে ১২৫-এর মধ্যে প্রোটিয়াদের আটকে রাখতে হবে। এখানে ডিফেন্স করলে চলবে না। আক্রমণাত্মক মানসিকতা নিয়ে ব্যাট করতে হবে। 

রবিবারের ইডেন কী ছবি নিয়ে অপেক্ষা করে সেটাই দেখার। তবে ব্যাটারদের আসা এবং যাওয়া দেখে আর স্থির থাকতে পারেননি দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। বাইশ গজের চরিত্র দেখার পরে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেট প্রায় শেষই বলা যায়...টেস্ট ক্রিকেট নিয়ে কী প্রহসনটাই না চলছে...রিপটেস্টক্রিকেট।''
দ্বিতীয় দিনের শেষে ভারত জয়ের গন্ধ পেতে শুরু করেছে। ভারতে এসে চিরকালই দক্ষিণ আফ্রিকা ব্যর্থ হয়েছে। এবারও যে সেটাই হতে চলেছে তা পরিষ্কার। যতই প্রোটিয়া ব্রিগেড টেস্ট ফরম্যাটে বিশ্বশাসন করুক, যতই তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ী হোক, ভারত ভূমিতে কিছু করা খুবই কঠিন তাদের পক্ষে। ইডেনে সেটাই দেখা গেল। 

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ১৫৯ রান। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৯ রানে। ভারত তিরিশ রানে এগিয়ে থাকে প্রথম ইনিংসে। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ভাঙন ধরান রবীন্দ্র জাদেজা। তিনিই দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের সামনে মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হন। 

প্রোটিয়াদের ইয়ানসেনের পেস ও হারমারের স্পিনে ভারত কুপোকাৎ হয়। ভারতীয় ইনিংসে লোকেশ রাহুল (৩৯) সর্বোচ্চ রান করেন। পেস ও স্পিনের সঙ্গে সন্ধি করতে না পেরে ভারতের প্রথম ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের গোড়া থেকেই উইকেট পড়তে থাকে। দ্বিতীয় দিনের শেষে প্রোটিয়াদের রান ৭ উইকেটে ৯৩। দক্ষিণ আফ্রিকা ৬৩ রানে এগিয়ে।