সাম্প্রতিক সময়ে মাদক চক্র এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়েছে শ্রদ্ধা কাপুর ও নোরা ফতেহির। বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা বলে তিনি দাবি করেছেন। নোরা ফতেহি জানিয়েছেন, এই অভিযোগগুলি তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনকে ধ্বংস করার একটি অপচেষ্টা ছিল।
এই বিতর্কের সূত্রপাত হয় যখন মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল আন্তর্জাতিক মাদক পাচারকারী সলিম ডোলার ছেলে তাহের ডোলার মাদক চক্রের তদন্ত শুরু করে। সলিম ডোলা দাউদ ইব্রাহিমের সহযোগী হিসেবে পরিচিত। তদন্ত চলাকালীন, তাহের ডোলার হেফাজতের কপিতে নোরা ফতেহি, শ্রদ্ধা কাপুর ও তাঁর ভাই সিদ্ধান্ত কাপুর, আলিশা পার্কার-সহ আরও কয়েকজন বলিউড তারকার নাম উঠে আসে। অভিযোগে বলা হয় যে তাহের ডোলা দেশে-বিদেশে এই তারকারা-সহ অন্যান্যদের জন্য মাদক পার্টির আয়োজন করতেন এবং সেখানে মাদকের সরবরাহও করতেন।
এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নোরা ফতেহিকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তাঁকে নানাভাবে কাঠগড়ায় তোলা হয় এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়। এই পরিস্থিতিতে অভিনেত্রী স্পষ্টভাবে জানান যে তিনি এই ধরনের কোনও পার্টিতে উপস্থিত ছিলেন না এবং মাদক চক্রের সঙ্গে তাঁর কোনও ধরনের সম্পর্ক নেই।
তাঁর মতে, এই ধরনের গুরুতর অভিযোগ তাঁর মতো একজন কঠোর পরিশ্রমী এবং স্বাবলম্বী শিল্পীর সম্মানহানি করার উদ্দেশ্যেই ছড়ানো হয়েছে। নোরা তাঁর সাফল্যের কারণে ইন্ডাস্ট্রির একটি অংশের ঈর্ষার শিকার হয়েছেন বলেও ইঙ্গিত দেন।
এই বিতর্ক প্রসঙ্গে নোরা ফতেহি মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, "ওরা আমাকে ধ্বংস করার চেষ্টা করেছিল।" তিনি আরও বলেন, বলিউডে অনেকেই আছেন, যাঁরা তাঁর সাফল্যকে ভাল চোখে দেখেন না এবং তাই সুযোগ পেলেই তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে তাঁকে কোণঠাসা করার চেষ্টা করেন। নোরা আরও জানান, যখন তাঁকে এই বিতর্কিত পার্টিতে যোগ দেওয়ার অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর কেরিয়ারের এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের মিথ্যা রটনা তাঁকে ব্যক্তিগতভাবে চরম আঘাত করেছে।
নোরা বলেন, এই কঠিন সময়ে তাঁর অনুরাগীরা এবং আইনি দল তাঁকে অনেক সাহায্য করেছে। তিনি জোর দিয়ে বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তদন্তে সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত। তাঁর বিশ্বাস, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে এবং তিনি নির্দোষ প্রমাণিত হবেন। অভিনেত্রীর আইনি দলও এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তাঁদের দাবি, কোনও প্রমাণ ছাড়াই নোরার নাম এই মামলায় টেনে আনা হয়েছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।
নোরা ফতেহির এই বক্তব্য বলিউড ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া বিতর্ক ও গুজবের ওপর আলোকপাত করে। তাঁর অনুরাগীরা এই অভিযোগ সামনে আসার পর থেকেই তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন এবং সামাজিক মাধ্যমে তাঁকে সমর্থন জানিয়েছেন। এই মুহূর্তে মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল এই তারকাদের মাদক পার্টিতে যোগদানের বিষয়টি নিয়ে আরও তদন্ত চালাচ্ছে। তবে, নোরা ফতেহি এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন এবং তাঁর কাজে মনোযোগ দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি আশা করছেন যে, এই বিতর্ক দ্রুত শেষ হবে এবং তিনি আবার নিজের শিল্পী জীবনে মন দিতে পারবেন। এই তদন্তের ফলাফলের উপরই নির্ভর করছে এই বিতর্কিত ঘটনার ভবিষ্যৎ।
