সপ্তাহ জুড়ে হালকা শীতের আমেজ। জেলায় জেলায় একধাক্কায় নিম্নমুখী তাপমাত্রার পারদ। তবে আগামী সপ্তাহে ফের শীতের আমেজ খানিকটা উধাও হবে। ফের বাড়বে তাপমাত্রা।
2
7
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে বাংলার জেলায় জেলায় কয়েকটি এলাকায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
3
7
আগামী দু'দিনে গোটা বাংলায় সর্বনিম্ন তাপমাত্রায় বিরাট কোনও পরিবর্তন হবে না। তারপরের তিনদিনে ক্রমেই দু'-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
4
7
গতকাল দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
5
7
দক্ষিণ শ্রীলঙ্কা ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
6
7
এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে পশ্চিম–উত্তর-পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা।
7
7
দক্ষিণ বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাব রাজ্যে পড়বে কিনা তা এখনও জানা যায়নি।