সরস্বতী পুজো থেকে একটু একটু করে কমছে তাপমাত্রার পারদ। শনিবারেও তা অব্যাহত। ভরপুর শীতের আমেজ নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি জেলায় জেলায় জারি হল সতর্কতাও।
2
8
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা গত দু'দিনের তুলনায় সামান্য কম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
3
8
এদিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল কল্যাণীতে, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
4
8
আগামী কয়েকদিনে বাংলা জুড়ে রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। আপাতত হাড়কাঁপানো ঠান্ডার আমেজ পাওয়া যাবে না অধিকাংশ জেলাতেই।
5
8
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, হাড়কাঁপানো ঠান্ডার দাপট কমলেও, কুয়াশার দাপট এখনও জারি রয়েছে। আগামী কয়েকদিনে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে।
6
8
দক্ষিণবঙ্গে আগামী দু'দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
7
8
তার পরেরদিন, অর্থাৎ সোমবার উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
8
8
অন্যদিকে আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। যার জেরে দৃশ্যমানতাও কমবে।