উৎসবের আবহে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। দীপাবলির আগেই আবহাওয়ার ভোলবদল। রাজ্যে রাজ্যে তুমুল বৃষ্টি, ঝড়, বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগেভাগেই স্থানীয়দের ও পর্যটকদের জন্য সর্তকতা জারি করল হাওয়া অফিস।
2
8
বৃহস্পতিবার ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণ ভারত, পূর্ব ভারত, মধ্য ভারত এবং পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, ১৬ অক্টোবর থেকে আগামী সোমবার ২০ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
3
8
পাশাপাশি আজ থেকে আগামী মঙ্গলবার ২১ অক্টোবর পর্যন্ত কেরল ও মাহেতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং লাক্ষাদ্বীপেও আজ ও আগামিকাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
8
বৃহস্পতিবার থেকে একটানা ভারী বৃষ্টির জেরে কেরল, মাহে, তামিলনাড়ুতে বন্যা, ধস ও নীচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। ফলে দীপাবলির আনন্দ মাটি হতে পারে এই দুর্যোগের আবহে।
5
8
আগামী পাঁচদিনে দক্ষিণ ভারতের এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগেভাগেই পর্রযটকদের ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছেন আবহাওয়াবিদরা।
6
8
আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ওড়িশায়। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। একই আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে মধ্যপ্রদেশের কয়েকটি জেলায়। দিনভর মুহুর্মুহু বজ্রপাতের সতর্কতাও রয়েছে।
7
8
গোয়া ও কঙ্কন এলাকায় আগামী দু'দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এই দুই এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কাজে বাইরে যাওয়ার আগে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
8
8
মৎস্যজীবী ও কৃষকদের এই আবহে সতর্কতা থাকার নির্দেশ দিয়েছেন আবহাওয়াবিদরা। যদিও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে এখনও পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। আজ দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। তা সত্ত্বেও আগামী ছ'দিন প্রবল বৃষ্টির সতর্কতা জারি হল।