স্বস্তির বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষার বৃষ্টি দাপট ফের শুরু হবে। এখনও পর্যন্ত যে এলাকায় বর্ষা ঢোকেনি, আগামী দু'দিনের মধ্যে সেখানে প্রবল বৃষ্টির তাণ্ডব শুরু হবে। আজ, ২৪ জুন থেকেই সেখানে প্রাক-বর্ষার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
2
6
পাশাপাশি মঙ্গলবার থেকে মধ্য ও উত্তর পশ্চিম ভারতে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশে বর্ষা প্রবেশ করতে পারে।
3
6
পাশাপাশি উত্তর আরব সাগর, রাজস্থানের কয়েকটি অংশে, উত্তরপ্রদেশ ও জম্মুর বাদবাকি জায়গায় বর্ষা প্রবেশ করবে। আজ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সপ্তাহভর বৃষ্টি হতে পারে।
4
6
মৌসম ভবন আরও জানিয়েছে, ২৫ জুন, বুধবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান ও উত্তর প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
6
আজ থেকে আগামী ছ'দিন কঙ্কন, গোয়া, গুজরাটে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৭ জুন পর্যন্ত কর্ণাটক ও কেরলেও ভারী বৃষ্টি হতে পারে। আজ অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
6
6
চলতি সপ্তাহে ভারী বৃষ্টি ও হাওয়ার দাপটে উত্তাল থাকবে সমুদ্র। আজ থেকে আগামী পাঁচদিন অর্থাৎ ২৮ জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।