নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জম্পেশ শীতের আমেজ। যদিও জাঁকিয়ে ঠান্ডার আমেজ পেতে এখনও দেরি আছে। ঝড়বৃষ্টির দাপট কমতেই রাজ্যে হালকা শীতের আমেজে। তাতেই বেজায় খুশি সকলে।
2
7
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে।
3
7
আগামী সাতদিনে বাংলার কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদ আগামী কয়েক ঘণ্টায় আরও খানিকটা কমবে।
4
7
আগামী সাতদিনে সর্বনিম্ন তাপমাত্রায় আর বিশেষ বদল হবে না। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে।
5
7
আজ সোমবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
6
7
আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় উল্লেখযোগ্যভাবে সর্বনিম্ন তাপমাত্রার পতন হয়েছে। যার জেরে জম্পেশ ঠান্ডা অনুভূত হয়েছে কয়েকটি জেলায়।
7
7
আগামী এক সপ্তাহে বাংলার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। ভোরে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। কনকনে ঠান্ডার আমেজ আরও কিছুদিন পর পাওয়া যাবে।