গত কয়েক বছরে আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের সাফল্য রীতিমত ঈর্ষণীয়। ট্রফি মাত্র একবার এলেও ধারাবাহিক ভাবে নক আউটে ভাল পারফর্ম করে এসেছে কিউইরা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। দেখে নেওয়া যাক একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রানের তালিকায় কারা রয়েছেন প্রথম পাঁচে।
2
7
প্রথমেই রয়েছে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের নাম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ ইনিংসে ১৯৭১ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৪৫.৯৩। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে ছ’টি শতরান এবং ১২টি অর্ধশতরান রয়েছে তাঁর।
3
7
বিশ্ব ক্রিকেটের লেজেন্ড শচীন তেন্ডুলকার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট ৪১ ইনিংসে করেছেন ১৭৫০ রান। তাঁর ব্যাটিং গড় ৪৬.০৫। তাঁর মোট পাঁচটি শতরান এবং আটটি অর্ধশতরান রয়েছে কিউইয়ের বিরুদ্ধে। মাস্টার ব্লাস্টারের স্ট্রাইক রেট ৯৫.৩৬।
4
7
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রাক্তন শ্রীলঙ্কান উইকেটকিপার কুমার সঙ্গকারা করেছেন ১৫৬৮ রান। ৪৫ ইনিংসে এই রান তিনি করছেন ৪০.২০ ব্যাটিং গড়ে। কিউইদের বিরুদ্ধে দুটি শতরান এবং ১২টি অর্ধশতরান রয়েছে সঙ্গকারার। তবে স্ট্রাইক রেট অন্যদের তুলনায় কম রয়েছে তাঁর-৭৮.৭৯।
5
7
তালিকায় নাম রয়েছে আর এক শ্রীলঙ্কান ওপেনার সনৎ জয়সূর্যরও। ৪৫ ইনিংসে ৩৩.৭৫ গড়ে তিনি কিউইদের বিরুদ্ধে করেছেন ১৫১৯ রান। তাঁর ব্যটিং গড় ৩৩.৭৫। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে জয়সূর্যর পাঁচটি শতরান এবং আটটি অর্ধশতরান রয়েছে।
6
7
ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছেন ৩১ ইনিংসে ১৬৪৫ রান। তাঁর ব্যাটিং গড় ৫৮.৭৫ এবং স্ট্রাইতক রেট ৯৫.৬৯। যা তালিকায় অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। উইলিয়ামসনদের বিরুদ্ধে কোহলির ছ’টি শতরান এবং ন’টি অর্ধশতরান রয়েছে।
7
7
আগামী ২ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। শেষবার আইসিসি ইভেন্টে তাঁরা মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপ সেমিফাইনালে। সেই ম্যাচে শতরান করেছিলেন কোহলি। টপকে গিয়েছিলেন শচীনকে। এবারেও তাঁর কাছে রয়েছে মাস্টার ব্লাস্টারকে টপকানোর আরও একটা সুযোগ।