আজ, মঙ্গলবার ২৭ জানুয়ারি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে কিছু রাশির জাতকদের জন্য দিনটি একটু চ্যালেঞ্জিং হতে পারে।
2
8
জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনের শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। যেমন আজ একাধিক যোগের প্রভাবে পাঁচ রাশির জীবনে নেতিবাচক বদল আসতে চলেছে।
3
8
আজকের দিনে দৈনন্দিন কাজ, সম্পর্ক, অর্থ ও মানসিক দিক থেকে সাবধানে চলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। তবে সঠিক প্রতিকার মেনে চললে সমস্যার প্রভাব অনেকটাই কমানো সম্ভব।
4
8
মেষঃ আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। অফিসে বা কাজে সিনিয়রদের সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। মাথা গরম হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই আজ শান্ত থাকুন, কথা বলার আগে ভাবুন। হনুমানজির কাছে চানা ও গুড় অর্পণ করতে পারেন।
5
8
কর্কট: কাজের জায়গায় বা ব্যবসায় চাপ বাড়তে পারে। পার্টনারশিপ বা দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। আজ আবেগে ভেসে সিদ্ধান্ত নেবেন না। শিবলিঙ্গে জল ও দুধ দিয়ে অভিষেক করুন।
6
8
সিংহ: আজ শত্রুপক্ষ সক্রিয় থাকতে পারে। শারীরিক ক্লান্তি বা পেটের সমস্যা দেখা দিতে পারে। নিজের সীমা বুঝে কাজ করুন। সূর্যকে তামার পাত্রে জল অর্পণ করতে পারেন।
7
8
বৃশ্চিক: ভাই-বোন বা কাছের মানুষের সঙ্গে মতবিরোধ হতে পারে। কথাবার্তায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আজ সংযত ভাষায় কথা বলুন। হনুমান চালিসা পাঠ করতে পারেন।।
8
8
কুম্ভ: অর্থনৈতিক চাপ বা অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। মানসিক অস্থিরতা ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আজ ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন। কালো তিল দান করুন বা পিপল গাছের নিচে প্রদীপ জ্বালান।