খারাপ খবর ভারতীয়দের কাছে। ফের বিরাট ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে গুগুল। বিষয়টি নিয়ে নিজের মতামত স্পষ্ট করেছেন গুগুলের সিইও সুন্দর পিচাই।
2
8
বেঙ্গালুরু এবং হায়দরাবাদের গুগুল অফিসে বেশ কিছু বড় ধরণের পরিবর্তন করতে চলেছে তারা। ফলে সেখান থেকে প্রচুর কর্মী নিজেদের কাজ হারাতে পারেন বলেই মনে করা হচ্ছে।
3
8
গুগুল মনে করছে এখান থেকে যদি লোকের সংখ্যা কমানো যায় তাহলে সেটা প্রতিষ্ঠানের পক্ষে ভাল হবে। পাশাপাশি যদি গুগুল লাভের মুখ না দেখে তাহলে সেখানে তারা বেশি বিনিয়োগ করবে না।
4
8
গুগুলের সিইও সুন্দর পিচাইয়ের মতে, যদি তিনি গুগুলকে লাভ করাতে না পারেন তাহলে সেখান থেকে তিনি সবার আগে কর্মী ছাঁটাই করবেন। তাহলে সেখান থেকে প্রতিষ্ঠানের প্রচুর অর্থ বাঁচবে।
5
8
গুগুল তাদের বিজ্ঞাপন বিভাগ, সেলস, মার্কেটিং বিভাগে সবথেকে বেশি কর্মী ছাঁটাই করবে বলেই খবর মিলেছে। সেখানে তারা কম লোক দিয়ে কাজ চালানোর দিকে নজর দেবে।
6
8
বিশ্বজুড়ে ইতিমধ্যেই গুগুল বহু কর্মীদের ছাঁটাই করেছে। সেখানে অ্যানড্রয়েড, পিক্সল স্মার্টফোন, ক্রোমে কাজ করা বহু কর্মী নিজেদের কাজ হারিয়েছে।
7
8
তবে ভারতের বাজারে যে ফের একবার বহু আইটি কর্মী নিজেদের কাজ হারাবেন সেকথা বলাই যায়। তবে কতজনকে ছাঁটাই করা হবে সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।
8
8
গুগুলের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রতিষ্ঠানকে আরও লাভের মুখ দেখাতে চাইছেন। তাই তারা প্রচুর কর্মীদের বাদ দেওয়ার দিকে মন দিয়েছেন। এই প্রক্রিয়া এরপরও জারি থাকবে।