৬০ বছরে এই প্রথম ওয়াইনের বিক্রির পরিমাণ তলানিতে। চিন্তা প্রকাশ করে তা জানাল খোদ ওয়াইনের সংস্থা।
2
7
সম্প্রতি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ ভাইন অ্যান্ড ওয়াইন (OIV) জানিয়েছে, ওয়াইনের বিক্রয় আগের তুলনায় ৩.৩% কমে ২১৪.২ মিলিয়ন হেক্টোলিটারে এসে দাঁড়িয়েছে।
3
7
সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে ওই ওয়াইন সংস্থা জানিয়েছে যে, ১৯৬১ সালের পর থেকে এই বিক্রয়ের পরিমাণ সর্বনিম্ন। এর আগে বিক্রয় হয়েছিল ২১৩.৬ মিলিয়ন হেক্টোলিটার।
4
7
সংস্থার প্রধান, জর্জিও ডেলগ্রোসো জানান, স্বাস্থ্যগত উদ্বেগের কারণে অনেক দেশই ওয়াইন কেনা কমিয়েছে।
5
7
সংস্থা তরফ থেকে আরও জানানো হয়েছে যে ২০১৯-২০ সালের তুলনায় ক্রেতাদের বোতল প্রতি খরচ বেড়েছে ৩০%। যার ফলে সামগ্রিকভাবে ১২% বিক্রয় কমেছে।
6
7
বিশ্বের শীর্ষ ওয়াইন বাজার হিসাবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াইনের বিক্রি ৫.৮% কমে ৩৩.৩ মিলিয়ন হেক্টোলিটারে এসে দাঁড়িয়েছে বলেই খবর।
7
7
সংস্থার তরফে জানানো হয়েছে যে আগামী দিনে ওয়াইনের বিক্রি বাড়বে কি না তা এখনই বলা সম্ভব না, কারণ সুরাপ্রেমিকদের মধ্যে সামাগ্রিক ভাবে ওয়াইনের প্রতি আসক্তি কমছে।