বলিউডে তাঁর হাত ধরে বড় পর্দায় পা রেখেছেন একাধিক নায়িকা। টিনসেল টাউনের বহু সুন্দরীকে খুব কাছ থেকে দেখেছেন কোরিগ্রাফার তথা পরিচালক ফারহা খান। তবে তাঁর চোখে বিটাউনের সুন্দরী একজনই। কোনও মেকআপ ছাড়া একেবারে ঘরোয়া লুকে একমাত্র যাকে সুন্দর দেখায় তিনি হলেন ঐশ্বর্য রাই বচ্চন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ফারহা।
2
8
ফারহার মতে, বলিউডে প্রকৃত অর্থে ন্যাচারাল বিউটি খুবই কম। সেই প্রসঙ্গেই তিনি জানান, শুধু ঐশ্বর্যই স্বাভাবিকভাবে সুন্দর। এই মন্তব্যটি বেশ হালকা মেজাজে করেন পরিচালক।
3
8
একটি ভ্লগে তিনি নিজের উজ্জ্বল ত্বক নিয়ে কথা বলছিলেন। তখন পাশে থাকা এক ব্যক্তি মজা করে প্রশ্ন করেন, তাঁর স্কিন কি প্রাকৃতিকভাবে এত সুন্দর? উত্তরে হাসতে হাসতেই ফারহা বলেন, এই গ্লো আসলে স্কিনকেয়ার প্রোডাক্টের ফল। এরপরই তিনি বলেন, বলিউডে সত্যিকারের ন্যাচারাল বিউটি বলতে গেলে তাঁর মনে হয় শুধু ঐশ্বর্য রাইয়ের নামই আসে।
4
8
তবে এখানেই থেমে থাকেননি ফারহা। তিনি স্পষ্টভাবে জানান, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফকে তিনি ন্যাচারাল বিউটি বলবেন না। আর নায়িকাদের ঘনিষ্ঠ কোরিওগ্রাফারের এই কথাই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
5
8
ফারহার এই মন্তব্য সামনে আসতেই নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদিকে অনেকেই বলছেন, এটি নিছকই মজার ছলে বলা কথা, তাই এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।
6
8
আবার অনেকেই মনে করছেন, এই ধরনের মন্তব্যে অন্য অভিনেত্রীদের সৌন্দর্যকে ছোট করা হয়। তাঁদের মতে, আজকের দিনে মেকআপ, স্কিন ট্রিটমেন্ট বা ক্যামেরার আলো ব্যবহার করলেও কারও সৌন্দর্য কমে যায় না।
7
8
অন্যদিকে, ঐশ্বর্য রাইয়ের ভক্তরা ফারহার মন্তব্যে বেশ খুশি। তাঁদের দাবি, ঐশ্বর্য এমন একজন অভিনেত্রী, যাঁর সৌন্দর্য বছরের পর বছর ধরে একই রকম রয়েছে। আন্তর্জাতিক মঞ্চেও তিনি বহুবার ভারতের সৌন্দর্যের প্রতিনিধি হিসেবে প্রশংসা পেয়েছেন।
8
8
ফারহা খানের এই মন্তব্য যে আবারও বলিউডে সৌন্দর্য নিয়ে তুলনা ও বিতর্ক উস্কে দিয়েছে তা বলাই বাহুল্য।