আগামী ১৭ নভেম্বর, সোমবার কার্তিক পুজো। অনেকেই কার্তিক পুজোর আগে নববিবাহিতদের বাড়ির সামনে কার্তিক ফেলেন। কেউ কেউ আবার এমনিও কার্তিক পুজো করে থাকেন। সন্তানসুখ থেকে ধনসম্পদের আশায় এই দেবতার পুজো করা হয়।
2
8
আপনিও কি দীর্ঘদিন ধরে গর্ভধারণের চেষ্টা করছেন? কিন্তু কিছুতেই সন্তানসুখ লাভ হচ্ছে না? বা সন্তানের দুষ্টুমি, পড়াশোনা নিয়ে চিন্তিত? তাহলে এই দিন কিছু সহজ টোটকা করুন মনের ইচ্ছে পূরণ করতে।
3
8
বাড়িতে দেবসেনাপতি কার্তিকের আরাধনা করলে তাঁকে এদিন অবশ্যই পায়েস নিবেদন করুন। কেউ যদি আপনার দরজায় কার্তিকের মূর্তি ফেলে যান তবে, সেটিকে অবহেলা না করে বরং নিষ্ঠাভরে, স্নেহের সঙ্গে ঘরে এনে পুজো করুন।
4
8
সন্তানসুখ পেতে চাইলে কার্তিক পুজোর দিন বাড়িতে পুজো হলে সেখানেই, নইলে যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে ছোটদের খেলনা, পাঁচ রকমের গোটা ফল, পাঁচ রকমের মিষ্টি নিবেদন করুন।
5
8
সন্তান ভীষণ দুষ্টু? একদম পড়াশোনায় মতি নেই? পড়াশোনায় তার মনোযোগ বাড়াতে চাইলে কার্তিক পুজোর সময় মূর্তির পাশে পাঁচটি ময়ূরের পালক রেখে দিন। পুজোর পর সেই পালক নিয়ে সন্তানের পড়াশোনার জায়গায় অর্থাৎ, বইয়ের উপর বা পড়ার টেবিলে রেখে দিন।
6
8
কার্তিক পুজোর সময় স্বামী-স্ত্রী একসঙ্গে পুজোয় বসবেন। পুজো হয়ে গেলে তার প্রসাদ সবার আগে বাড়ির ছোটদের দেবেন। কার্তিকের সামনে বাঁশি, তীর ধনুক রাখবেন পুজোর সময়।
7
8
কার্তিকের আশীর্বাদ পেতে, ধনসম্পদ লাভের আশায় এদিন তুলসী গাছের পুজো করুন। সন্ধ্যায় তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান। এদিন দেবসেনাপতিকে অবশ্যই রক্তকরবী ফুল অর্পণ করুন। এটি তাঁর পছন্দের ফুল। রক্তকরবী না পেলে হলুদ বা সাদা করবী ফুলও দিতে পারেন।
8
8
সন্তানসুখ পেতে চাইলে কার্তিকের সামনে এদিন অবশ্যই ছোট বাচ্চাদের নতুন জামা রাখবেন একটি।