আর্কটিক ফক্স : এই শিয়ালকে দেখতে অন্যদের থেকে একেবারে আলাদা। এরা কঠিন শীতকে অতি সহজেই উপেক্ষা করতে পারে। বরফকে যেন এরা নিজেদের ঘর বলেই মনে করে।
2
8
আর্কটিক নেকড়ে : যেখানে সকলে শীতে কাবু হয়ে যাবে সেখানে আর্কটিক নেকড়ে অতি সহজেই নিজের শিকার খুঁজে নিতে পারে। এদের ধারালো নখ, দাঁত দিয়ে অতি সহজেই এরা শিকারকে ছিঁড়ে খেতে পারে।
3
8
কানাডা লিনাক্স : কঠিন বরফের মধ্যে কানাডার এই বিড়ালটি অতি সহজেই যাতায়াত করতে পারে। সেখানে যদি কোনও শিকার পালিয়ে যেতে চায় তাহলে তাকে অতি সহজেই ধরে ফেলে এই বিড়াল।
4
8
পেঙ্গুইন : বরফেই যাদের জীবন শুরু এবং শেষ হয় তারা হল পেঙ্গুইন। এদের সারাজীবন বরফ ছাড়া অচল। যদি পৃথিবী থেকে বরফ হারিয়ে যায় তাহলে এরাও হারিয়ে যাবে।
5
8
হার্প সিল : বরফের রাজত্বে এরা জলের মধ্যেও নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে হার্প সিল। এদের কঠিন চামড়া বরফকে অতি সহজেই হার মানাতে পারে।
6
8
মাসকক্স : বরফের দেশের মহিষ হিসাবে এদের দেখা হয়। এরা অতি শীতেও দাপটের সঙ্গে বেঁচে থাকতে পারে। শীতও এদের কাছে হার মানে।
7
8
পোলার বেয়ার : বরফের কথা হবে আর পোলার বেয়ারের নাম আসবে না তা হয় নাকি। এই প্রাণী শীতের মধ্যেও দাপট দেখিয়ে নিজের শিকার করে।
8
8
রেন ডিয়ার : বরফের মধ্যেই রেন ডিয়ার নিজেকে বাঁচিয়ে রাখে। বরফের মধ্যেও অতি দ্রুত এরা ছুটতে পারে।