ভারত বিশ্বের বৃহত্তম চা উৎপাদনকারী দেশগুলির মধ্যে একটি। এ দেশের মানুষই সর্বোচ্চ হারে চা পান করেন।
2
9
বাড়িতে বা অন্য কোনও জায়গায়, অতিথিদের কাপে করে চা পরিবেশনের রীতি রয়েছে ভারতে। সবচেয়ে সাধারণ এবং লক্ষণীয় পানীয় হিসাবে বিবেচিত হয় চা।
3
9
ভারতের উত্তর-পূর্ব অঞ্চল, দক্ষিণ ভারতের পাহাড়ি এলাকায় চা উত্তপন্ন হয়। এই প্রতিবেদনে সেই সব রাজ্যেরজানানো হবে যেখানে সর্বাধিক পরিমাণে চা পান করা হয়।
4
9
ভারতের শীর্ষ চা গ্রহণকারী রাজ্যগুলির মধ্যে হরিয়ানা, গোয়া, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীর অন্তর্ভুক্ত। তবে তালিকার শীর্ষে থাকার মুকুট উঠেছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মাথায়।
5
9
ভারতের 'টি বোর্ড' পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে, গুজরাট ভারতের শীর্ষ চা গ্রহণকারী রাজ্য। রাজ্যটির মাথাপিছু চা গ্রহণ জাতীয় গড়ের চেয়ে বেশি। গুজরাট ভারতে দুধ উৎপাদনে অগ্রগণ্য, যা এই রাজ্যে চা'য়ের ব্যবহারকে তরান্বিত করেছে বলে মনে করা হয়।
6
9
দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। ভারতের 'টি বোর্ড' পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে- হরিয়ানা ভারতের শীর্ষ চা গ্রহণকারী রাজ্যগুলির মধ্যে অন্যতম।
7
9
উপকূলীয় রাজ্য গোয়া পর্যটনের জন্য জনপ্রিয়। গোয়া ভারতের শীর্ষ চা ব্যবহারকারী রাজ্যগুলির মধ্যে তৃতীয়।
8
9
পাঞ্জাব তার লস্যির জন্য বিশ্বখ্যাত, কিন্তু পাঞ্জাবিদের তৈরি চা অত্যন্ত সুস্বাদু। ভারতের 'টি বোর্ড' পরিচালিত একটি সমীক্ষা অনুসারে পাঞ্জাবকে ভারতের শীর্ষ চা ব্যবহারকারী রাজ্যগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত। এই রাজ্যের স্থান চতুর্থ।
9
9
চা পান করার নিরিখে জম্মু ও কাশ্মীর ভারতের মধ্যে পঞ্চম স্থানের অধিকারী।