আজকাল ওয়েবডেস্ক: আজ ২৮ মে ২০২৫ বুধবার। পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় দিন। আগামীকাল চন্দ্র বুধের রাশি মিথুনে গোচর করবে। মিথুনেই বৃহস্পতি ও চন্দ্রের সংযোগ ঘটবে, যার কারণে তৈরি হবে গজকেশরী যোগ। এদিন প্রথম দিকে চন্দ্র, সূর্য ও বুধের ত্রিগ্রহ যোগের প্রভাব থাকবে। একইসঙ্গে বুধবার মৃগশিরা নক্ষত্রের সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগের শুভ মিলনও হতে চলেছে। আর এই সমস্ত শুভ যোগের প্রভাবে আজ বেশ কয়েকটি রাশির দিন ভাল কাটবে।
2
13
মেষ- সমস্ত কাজে সাফল্য পাওয়ার সুযোগ আসবে। নিজের বুদ্ধিমত্তা, দক্ষতা সহযোগে কর্মক্ষেত্রে সব বাধা পেরতে পারবেন। আর্থিক উন্নতিরও যোগ রয়েছে।
3
13
বৃষ- পূর্বের পরিকল্পনা মাফিক কোনও কাজ সম্পন্ন করতে পারেন। ব্যবসায়ে বুঝেশুনে সিদ্ধান্ত নিন। নচেৎ লোকসানের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যের সামান্য অবনতি হতে পারে।
4
13
মিথুন- আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের আরাম-বিলাসিতায় জীবন কাটবে। অনেক দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। নিজের ধৈর্য এবং মানিয়ে নেওয়ার ক্ষমতার জন্য যে কোনও পরিস্থিতিতে সুবিধা পাবেন। পরিবারের কোনও সদস্য বাড়ি থেকে অনেক দূরে থাকলে আজ ফিরে আসতে পারেন।
5
13
কর্কট- আজ কর্কট রাশির জাতক-জাতিকাদের ব্যস্ততায় দিন কাটবে। নতুন কাজে আগ্রহ বাড়বে। কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
6
13
সিংহ- বুধবার সিংহ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সহায় থাকবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে।
7
13
কন্যা- বুধবার তুলা রাশির জন্য বেশ আরামদায়ক দিন হবে। পরিবারের সদস্যের সঙ্গে ভাল সময় কাটাবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।
8
13
তুলা- আজ তুলা রাশির জাতক-জাতিকাদের কোনও নতুন কাজ শুরু করার শুভ সময়। ব্যবসায়ে বড় লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হবে।
9
13
বৃশ্চিক- কর্মক্ষেত্রে কোনও বিশেষ মানুষের থেকে সাহায্য পাবেন। ব্যবসায়ে বড় কোনও বিনিয়োগে ভবিষ্যতে লাভ পাবেন। অফিসে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন।
10
13
ধনু- যে কোনও বিষয়ে পরিবারের সমর্থন পাবেন। আজ কোনও গুরুতর সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে লাভের মুখ দেখবেন।
11
13
মকর- আজ মকর রাশির জাতক-জাতিকারা কঠিন সমস্যার সম্মুখীন হতে পারেন। অযথা খরচ করলে পকেটে টান পড়তে পারে। আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারেন।
12
13
কুম্ভ- আজ কুম্ভ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। কেনাকাটা করতে যেতে পারেন। প্রিয়জনের থেকে কোনও সুখবর পেতে পারেন।
13
13
মীন- আজকের দিনটি মীন রাশির জাতক-জাতিকাদের বেশ ভালই কাটবে। সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা রয়েছে। যে কোনও কাজে মা-কে পাশে পাবেন।