মঙ্গলবার সকালেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়ার মাঝে আছড়ে পড়তে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। যার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি হতে পারে।
2
7
এর জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশার পাশাপাশি বাংলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতা। আগামী শুক্রবার পর্যন্ত বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
3
7
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
4
7
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামিকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
5
7
বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমে যাবে।
6
7
অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
7
বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে।